Paschim Bardhaman News: প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির প্রয়াণ দিবসে শ্রদ্ধার্ঘ্য কংগ্রেসের

Last Updated:

স্বাধীন ভারতের সফল প্রধানমন্ত্রীদের তালিকায় একেবারেই প্রথমদিকে নাম রয়েছে ইন্দিরা গান্ধির। ইন্দিরা গান্ধি ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী, যিনি কংগ্রেসের প্রার্থী হয়ে লড়াই করে সবচেয়ে বেশিদিন প্রধানমন্ত্রীর আসনে বহাল ছিলেন।

+
title=

#পানাগড় : স্বাধীন ভারতের সফল প্রধানমন্ত্রীদের তালিকায় একেবারেই প্রথমদিকে নাম রয়েছে ইন্দিরা গান্ধির। ইন্দিরা গান্ধি ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী, যিনি কংগ্রেসের প্রার্থী হয়ে লড়াই করে সবচেয়ে বেশিদিন প্রধানমন্ত্রীর আসনে বহাল ছিলেন। ইন্দিরা গান্ধির রাজনৈতিক জীবন যতটা রঙ্গিন, ঠিক ততটাই আকস্মিক ইন্দিরা গান্ধির মৃত্যু। আর সেই ইন্দিরা গান্ধির প্রয়াণ দিবসে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য আয়োজন করেছিল পানাগড় ব্লক কংগ্রেস। তাছাড়াও জেলার একাধিক জায়গায় ইন্দিরা গান্ধির প্রয়াণ দিবস পালন করা হয়েছে।
প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির প্রয়াণ দিবসে পানাগড় বাজারের চৌমাথা মোড়ে তাকে শ্রদ্ধা জানানো হল। এদিন সকালে কাঁকসা ব্লক কংগ্রেসের পক্ষ থেকে ইন্দিরা গান্ধির প্রয়াণ দিবসে পানাগড় বাজারের চৌমাথা মোড়ে তার মূর্তিতে মাল্যদান এবং পুষ্পার্ঘ্য অর্পণ করে তাকে শ্রদ্ধা জানান কংগ্রেস কর্মী সমর্থকরা। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাঁকসা ব্লকের কংগ্রেসের ব্লক সভাপতি পূরব ব্যানার্জি, বর্ধমান জেলার জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক দেবাশীষ বিশ্বাস, প্রবীণ কংগ্রেস নেতা ইন্দ্র কুমার মেহেরা সহ অন্যান্যরা।
advertisement
আরও পড়ুনঃ উদীয়মান সূর্যকে সাক্ষী রেখে আসানসোলে সম্পন্ন ছট পুজো
অন্যদিকে, প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির মৃত্যু বার্ষিকী ও লৌহ মানব সর্দার বল্লভ ভাই পটেল এর জন্মদিন উপলক্ষে দুর্গাপুরে কংগ্রেসের দলীয় কার্যালয়ে ইন্দিরা গান্ধি ও সর্দার সর্দার বল্লভ ভাই পটেলের প্রতিকৃতিতে মাল্যদান করেন প্রদেশ কংগ্রেস নেতা তরুণ রায়। এই অনুষ্ঠানে তরুণ রায় বলেন, ভারতবর্ষে সংবিধান ও একতা রক্ষায় ইন্দিরা গান্ধি তার জীবন দিয়ে এক উদাহরণ রেখে গিয়েছেন। ওনার দেখানো পথে সাম্প্রদায়িক শক্তিকে পরাস্ত করা সম্ভব।
advertisement
advertisement
Nayan Ghosh
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Paschim Bardhaman News: প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির প্রয়াণ দিবসে শ্রদ্ধার্ঘ্য কংগ্রেসের
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement