পুজো উপলক্ষ্যে কোথাও অনুষ্ঠিত হয় ভক্তিবন্দনা সংগীত অনুষ্ঠান। সঙ্গে আলোক সজ্জাও দেখা গিয়েছে ছট ঘাটগুলিতে। প্রসঙ্গত, দীপাবলীর পর থেকে হিন্দিভাষী অবাঙালি মানুষজন মেতে উঠেছিলেন ছট পুজোর আনন্দে। চার দিনের জন্য ছট পুজো অনুষ্ঠিত হয়। তার মধ্যে প্রথম দুদিন বাড়িতেই নানান উপাচারের মাধ্যমে অনুষ্ঠিত হয় ছট পুজো। পুজোর তৃতীয় দিনে বিকেলে শোভাযাত্রা করে ব্রত পালনকারী এবং তাদের আত্মীয় পরিজনরা বিভিন্ন জলাশয়ের ঘাটে গিয়ে অস্তগামী সূর্যকে প্রণাম করেন। তার বন্দনা করেন।
advertisement
আরও পড়ুনঃ প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রয়াণ দিবসে শ্রদ্ধার্ঘ্য কংগ্রেসের
পুজোর চতুর্থ দিন সকালে উদীয়মান সূর্যকে নমস্কার করে সম্পন্ন হয় ছট পুজো। তবে বিগত দুবছর মহামারির জন্য সেই ভাবে ছট পুজোর ঘাট গুলিতে জন সমাগম হয়নি। তবে এবছর পুজো পালনের জন্য ঘাটে গিয়ে হাজির হয়েছিলেন বহু মানুষ। অন্যদিকে ব্রত পালনকারীরা ছাড়াও বহু দর্শনার্থীরাও ঘাটগুলিত হাজির হয়েছিলেন। ফলে ব্যাপক ভিড় দেখা গিয়েছে আসানসোলের বিভিন্ন জলাশয় এবং নদীর আশপাশে অবস্থিত ছট ঘাটগুলিতে। যে কারণে প্রশাসনিক হলেও চূড়ান্ত তৎপরতা ছিল। ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা।
Nayan Ghosh