ডুবুরডি চেকপোস্ট হয়ে কুলটি - চৌরঙ্গী অন্ধকার রাস্তায় পুলিশের চোখে ধুলো দিয়ে এই পাচার চক্র চলছে। সেই পাচার চক্র রুখে দিতে এবার স্থানীয় যুবকরা পদক্ষেপ করেছেন। রাতের অন্ধকারে পাহারা দেওয়ার সময় গরু পাচারকারী একটি পিকআপ ভ্যান আটক করে তুলে দেওয়া হয়েছে পুলিশের হাতে। পাশাপাশি এই পাচার চক্র দমন করার জন্য পুলিশ প্রশাসনকে আরও সক্রিয় হওয়ার আবেদন জানিয়েছেন স্থানীয়রা।
advertisement
আরও পড়ুনঃ রাগ মেটাতে বাইকে আগুন! পড়ুয়াদের কাণ্ড জানলে চমকে উঠবেন
প্রসঙ্গত, এই রাস্তাতে দিন কয়েক আগেও একটি গরু পাচারকারী গাড়ি আটক করা হয়। পুলিশের চোখে ধুলো দিয়ে চলে যাওয়ার সময় একটি বাড়িতে ধাক্কা মারে পাচারকারী গাড়িটি। তারপর থেকেই সক্রিয়ভাবে এই পাচার চক্র বন্ধ করতে উদ্যোগী হয়েছেন স্থানীয় যুবকরা। তাদের অভিযোগ, ডুবুরডি চেকপোস্ট হয়ে কুলটি - চৌরঙ্গী রাস্তাটি অন্ধকার। সেই রাস্তাটিকেই সেফ জোন হিসেবে ব্যবহার করছে পাচারকারীরা।
আরও পড়ুনঃ নিজের বাড়ি নির্মাণই অবৈধ! অকপট স্বীকারোক্তি মালিকের
পুলিশ প্রশাসনের নজর এড়িয়ে নিয়মিত চলছে গরু পাচার। ভিন রাজ্য থেকে পিকআপ ভ্যানে গরু পাচার করা হচ্ছে বলে স্থানীয়দের অভিযোগ। এই পাচার চক্র দমন করতে পুলিশ ও প্রশাসনকে আরও কড়া নজরদারির আবেদন জানিয়েছেন স্থানীয়রা। তাহলে এই পাচার চক্র দমন করা যাবে বলে মনে করছেন এলাকার মানুষ।
Nayan Ghosh