Paschim Bardhaman News: রাগ মেটাতে বাইকে আগুন! পড়ুয়াদের কাণ্ড জানলে চমকে উঠবেন
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
শিক্ষকের ওপর প্রতিশোধ নিতে ভয়ঙ্কর কর্মকাণ্ড ঘটিয়ে বসল একদল পড়ুয়া। পড়ুয়াদের রোষের আগুনে পুড়ে গেল এক শিক্ষকের বাইক। এমনই ঘটনার সাক্ষী রয়েছে পশ্চিম বর্ধমান জেলার চিত্তরঞ্জন।
#চিত্তরঞ্জন : শিক্ষকের ওপর প্রতিশোধ নিতে ভয়ঙ্কর কর্মকাণ্ড ঘটিয়ে বসল একদল পড়ুয়া। পড়ুয়াদের রোষের আগুনে পুড়ে গেল এক শিক্ষকের বাইক। এমনই ঘটনার সাক্ষী রয়েছে পশ্চিম বর্ধমান জেলার চিত্তরঞ্জন। চিত্তরঞ্জনের একটি হিন্দি মাধ্যম স্কুলের এক শিক্ষকের বাইকে আগুন ধরিয়ে দেয় স্কুলেরই সাতজন পড়ুয়া। তারপর এলাকা ছেড়ে চম্পট দেয় তারা। দমকল এসে সেই আগুন নিয়ন্ত্রণে আনার আগেই সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় বাইকটি। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে চিত্তরঞ্জন এলাকায়। শিক্ষকের প্রতি পড়ুয়াদের এমন ক্ষোভ দেখে আতঙ্কিত শিক্ষকরাও। কি এমন হয়েছিল যে শিক্ষকের প্রতি প্রতিশোধ নিতে এইভাবে উদ্ধত হয়েছিল পড়ুয়ারা?
জানা গিয়েছে, ঘটনার সূত্রপাত প্রায় আড়াই মাস আগে। চিত্তরঞ্জনের ডিভি বয়েজ হিন্দি হাই স্কুলের বেশ কয়েকজন পড়ুয়া স্কুলেরই একটি দেওয়াল ভেঙে দেয়। ভেঙে ফেলে সিসিটিভি ক্যামেরা। ঘটনা নজরে আসতেই আরপিএফ এবং স্থানীয় থানায় অভিযোগ জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তখন থেকেই অভিযুক্ত পড়ুয়াদের কুনজরে পরেন ডিভি হিন্দি হাই স্কুলের শিক্ষকরা। ছাত্রদের মনে জ্বলতে থাকা ক্ষোভের আগুন এদিন গিয়ে পড়ে বিদ্যালয়ের এক শিক্ষকের বাইকে। বিদ্যালয়ের মেন গেটের কাছে পার্কিং করে রাখা ইতিহাস শিক্ষকের বাইকে আগুন ধরিয়ে দেয় পড়ুয়ারা।
advertisement
তারপর এলাকা ছেড়ে চলে যায় তারা। ঘটনাস্থলে দমকল এসে পৌঁছানোর আগেই বাইকটি সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়ে যায়। জানা গিয়েছে, চিত্তরঞ্জনের ডিভি বয়েস হিন্দি মিডিয়ামের ইতিহাস শিক্ষক অবনী কুমার বেরা। তারই মোটর বাইকে আগুন লাগানো হয় এদিন। অগ্নিসংযোগের অভিযোগ ৭ জন ছাত্রর বিরূদ্ধে। এই ঘটনার খবর পাওয়া মাত্রই স্কুলে পৌঁছয় পুলিশ ও আরপিএফ। এই বিষয়ে শিক্ষক অবনী বাবু জানিয়েছেন, সোমবার সকালেই মোটর সাইকেলটি স্কুলের মেনগেটের কাছে রেখেছিলেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ও আরপিএফ।
advertisement
advertisement
আরও পড়ুনঃ নিজের বাড়ি নির্মাণই অবৈধ! অকপট স্বীকারোক্তি মালিকের
অভিযুক্ত ছাত্রদের নাম রাহুল বাল্মিকী, রাহুল কুমার যাদব, মুন্না সাউ, সুমিত কুমার, আদিত্য কুমার, সুজিত কুমার, অবিনাশ রাম। অবনী বাবু ঘটনা প্রসঙ্গে জানিয়েছেন অভিযুক্ত সাত পড়ুয়া, স্কুলের দেওয়াল ভেঙে ফেলে এবং সিসিটিভি ক্যামেরা নষ্ট করে। পাশাপাশি ইংরেজিতে নম্বর কম পাওয়ার কারনে, ইংরেজি শিক্ষকের ওপরেও তারা হামলাও করেছিল বলে অভিযোগ।
advertisement
আরও পড়ুনঃ সবুজ সাথী সাইকেল নিয়ে মসৃণ পথের দাবিতে বিক্ষোভ পড়ুয়াদের
এই বিষয়ে অভিযুক্ত পড়ুয়াদের অভিভাবকদের স্কুলে ডেকে পাঠান হয়েছিল। কিন্তু তারা স্কুলে আসেননি। তারপর এদিন সকালে বিদ্যালয়ে এসে তারা বাইকে আগুন লাগায় বলে অভিযোগ। ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে শিক্ষকের প্রতি পড়ুয়াদের এমন আচরণে অবাক হয়েছেন অনেকেই পড়ুয়াদের এমন আচরণে আতঙ্কিত শিক্ষককূল।
advertisement
Nayan Ghosh
Location :
First Published :
September 20, 2022 9:12 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Paschim Bardhaman News: রাগ মেটাতে বাইকে আগুন! পড়ুয়াদের কাণ্ড জানলে চমকে উঠবেন