Paschim Bardhaman News: সবুজ সাথী সাইকেল নিয়ে মসৃণ পথের দাবিতে বিক্ষোভ পড়ুয়াদের

Last Updated:

দীর্ঘদিন ধরে রাস্তা বেহাল। বারবার আবেদন জানানো হয়েছে মেরামতির জন্য। কিন্তু আদতে ফল হয়নি কিছুই। দীর্ঘ কয়েক বছর ধরে কাঁকসা থেকে মাধাইগঞ্জ যাওয়ার জন্য প্রধান রাস্তা বেহাল।

+
title=

#পশ্চিম বর্ধমান : দীর্ঘদিন ধরে রাস্তা বেহাল। বারবার আবেদন জানানো হয়েছে মেরামতির জন্য। কিন্তু আদতে ফল হয়নি কিছুই। দীর্ঘ কয়েক বছর ধরে কাঁকসা থেকে মাধাইগঞ্জ যাওয়ার জন্য প্রধান রাস্তা বেহাল। যে রাস্তাটির দৈর্ঘ্য প্রায় ১২ কিলোমিটার। অথচ রাস্তার হাল বেহাল। রাস্তা প্রায় সারা বছর চলাচলের অযোগ্য হয়ে উঠেছে স্থানীয়দের কাছে। বর্ষায় সেই রাস্তা কার্যত মরণফাঁদ হয়ে ওঠে। অথচ ওই বেহাল রাস্তা দিয়ে প্রতিদিন ৩ কিলোমিটার পেরিয়ে স্কুলে যেতে হয় প্রায় দেড়শ জন পড়ুয়াকে। তাই এবার পথের দাবিতে পথে নেমে বিক্ষোভ দেখাল ছোট ছোট পড়ুয়ারা।
তাদের দাবি, ওই রাস্তা মেরামতি করতে হবে। নিত্যদিন তাদের ছোট বড় নানান দুর্ঘটনার শিকার হতে হয়। যে কোন সময় হতে পারে বড়সড় দুর্ঘটনা, মৃত্যু। তাই স্থানীয় মানুষদের সঙ্গে পথে নেমে পরুয়ারা বিক্ষোভ দেখালেন কাঁকসার মাধাই গঞ্জ এলাকায়। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গিয়েছে, সম্প্রতি ওই রাস্তায় এক স্কুল পড়ুয়া দুর্ঘটনার শিকার হয়েছে। তার আঘাত গুরুতর।
advertisement
আরও পড়ুনঃ জাতীয় পুষ্টি সপ্তাহে অপুষ্টির হার কমাতে সচেতনতা শিবিরের আয়োজন
কিন্তু ওই রাস্তাটি এর আগে বহুবার মেরামতির দাবি জানানো হলেও কোনরকম নজর ছিল না প্রশাসনের। দীর্ঘ প্রায় ১২ কিলোমিটার রাস্তা মেরামতের জন্য কেউ উদ্যোগ নেয়নি। বর্ষায় খানাখন্দে ভরা ওই রাস্তা আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে। তাই ভালো রাস্তার দাবিতে পথে নেমেছে পড়ুয়ারা। তাদের সঙ্গে স্থানীয় মানুষজনও রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছেন।
advertisement
advertisement
আরও পড়ুনঃ কিংবদন্তিকে শ্রদ্ধা, কিশোর কুমারের নামে রাস্তার নামকরণ দুর্গাপুরে
তারাও দাবি তুলেছেন, যত দ্রুত সম্ভব ওই রাস্তাটির মেরামতি করতে হবে। কারণ ওই রাস্তাতে স্কুল পড়ুয়ারা ছাড়াও রোগীদের নিয়ে যেতে সমস্যায় পড়তে হয় এলাকার মানুষকে। তাছাড়াও নিত্য যাতায়াতকারী স্থানীয়দের প্রাণ হাতে নিয়ে ওই রাস্তা দিয়ে যাতায়াত করতে হয়। সেজন্যই তারা পথে নেমেছেন পথের দাবীতে।
advertisement
Nayan Ghosh
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Paschim Bardhaman News: সবুজ সাথী সাইকেল নিয়ে মসৃণ পথের দাবিতে বিক্ষোভ পড়ুয়াদের
Next Article
advertisement
আধার কার্ড কেন বাদ? তুমুল বাকবিতণ্ডায় 'রণক্ষেত্র' সর্বদলীয় বৈঠক! ৩ দলের মুখোমুখি সংঘাত
আধার কার্ড কেন বাদ? তুমুল বাকবিতণ্ডায় 'রণক্ষেত্র' সর্বদলীয় বৈঠক! ৩ দলের মুখোমুখি সংঘাত
  • রাজ্যের নির্বাচন কমিশনের সর্বদলীয় বৈঠকে তুমুল বাকবিতণ্ডা ও সংঘাত.

  • তৃণমূল, সিপিআই(এম), কংগ্রেসের প্রতিনিধিরা কমিশনের সিদ্ধান্তে আপত্তি তোলেন.

  • নাগরিকত্ব, ভোটার তালিকা ও পরিচয়পত্র নিয়ে উত্তপ্ত বিতর্কে বৈঠক বারবার থামাতে হয়.

VIEW MORE
advertisement
advertisement