ইসকন কর্তৃপক্ষের তরফ থেকে জানা গিয়েছে, রথের উচ্চতা ৩৬ ফুট এবং চওড়া ১৬ ফুট। এই রথ থেকে তৈরি করতে প্রায় তিন টন পিতলের ব্যবহার করা হয়েছে বলে দাবি করেছে ইসকন কর্তৃপক্ষ। ইসকন কর্তৃপক্ষের তরফ থেকে জানা গিয়েছে, এ বছর নতুন এই পিতলের রথটিকে সাজানোর জন্য পুরী থেকে বিশেষ চাঁদোয়া আনানো হয়েছে। সেই চাঁদোয়াটি দিয়ে জগন্নাথ দেবের রথ থেকে সাজানো হবে। তারপর ইসকন মন্দির থেকে মাসির বাড়ি চতুরঙ্গ ময়দানে পাড়ি দেবে রথটি। তাছাড়া রথযাত্রার পথে বিভিন্ন দুস্থ মানুষের হাতে মহাপ্রসাদ তুলে দেবে ইসকন কর্তৃপক্ষ, তাও সম্পূর্ণ বিনামূল্যে।
advertisement
আরও পড়ুনঃ জেলা জুড়ে মহাসমারোহে পালিত হুল দিবস
জগন্নাথ দেবের মাসির বাড়ির যাত্রা দেখতে আসা মানুষ যাতে অভুক্ত না থাকেন, তার জন্য চলতি বছরে এই উদ্যোগ নেওয়া হয়েছে ইসকন কর্তৃপক্ষের তরফ থেকে। উল্লেখ্য, দুর্গাপুরে বেশ কয়েকটি বড় বড় রথযাত্রার আয়োজন করা হয়। চিত্রালয়ের রথের মেলা আশপাশের এলাকাগুলিতে বহুল পরিচিত। তাছাড়াও দুর্গাপুর স্টেশন সংলগ্ন সাধুডাঙ্গায় রথযাত্রার আয়োজন করা হয়।
আরও পড়ুনঃ স্বাধীনতার ৭৫ বছর পার! এতদিনে বিদ্যুৎ পেল জামডোবা গ্রাম!
রথযাত্রা উপলক্ষে বসে মেলা। এটি দুর্গাপুরের অন্যতম পুরনো রথ বলে জনশ্রুতি রয়েছে। তাছাড়াও স্কুল কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত চতুরঙ্গ ময়দানের রথযাত্রায় বহু ভক্তের সমাগম হয়। রথের মেলা দেখতে শহরের বহু মানুষ ভিড় জমান। তবে ভক্তদের দানে তৈরি পিতলের রথযাত্রা দেখতে চলতি বছরে আরও বেশি মানুষের সমাগম হবে বলে আশা করছে ইসকন কর্তৃপক্ষ এবং উদ্যোক্তারা।
Nayan Ghosh