আর সেজন্যই সাংবাদিক বৈঠকে নিজের জনপ্রিয়তার কথা সকলের সামনে তুলে ধরেছেন। একই সঙ্গে এই দিনের সাংবাদিক বৈঠক থেকে তিনি রাজনৈতিক সৌজন্যতার বিষয়টিও তুলে ধরেছেন। দাবি করেছেন পরিষ্কার-পরিচ্ছন্ন রাজনীতির। যেখানে কোনও হিংসা থাকবে না। পাশাপাশি ২৬/১১ মুম্বাই হামলা প্রসঙ্গে তিনি বলেছেন, বিজেপি সরকার তথা তার চাওয়া সন্ত্রাস মুক্ত ভারত।
আরও পড়ুন: ১, ২ ও ৫ টাকার কয়েন নিয়ে প্রবল সমস্যা! ফের শুরু হয়েছে খুচরো পয়সা বিভ্রাট!
advertisement
উল্লেখ্য, বঙ্গ সফরে বেরিয়েছেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। এ দিন শনিবার তিনি পাণ্ডবেশ্বরে একটি রাজনৈতিক জনসভা করবেন। আগামীকাল রবিবার সেখানেই পাল্টা জনসভা করবেন তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা। এই প্রসঙ্গে অভিনেতা মিঠুন চক্রবর্তী বলেছেন, তাকে স্বাগতম। এটাই চাই। রাজনীতির ময়দান সবার জন্য সমানভাবে খোলা থাক। তাহলে সেই রাজনীতিতে কোন হিংসা থাকবে না। এদিন ইঙ্গিতের মাধ্যমে তিনি বুঝিয়ে দিয়েছেন, তৃণমূলের তারকা সংসদ যে পাল্টা জনসভা করবেন, তা রাজনীতির অঙ্গ। তবে হিংসা ছাড়া রাজনীতির পক্ষে এদিন সওয়াল করেছেন বিজেপির হেভিওয়েট তারকা নেতা মিঠুন চক্রবর্তী।
Nayan Ghosh