TRENDING:

Asansol News : ২০০ বেডের হাসপাতালের একী অবস্থা! ভোগান্তির শেষ নেই! জানুন

Last Updated:

Asansol News : বয়সের ভারে বেহাল দশা হয়েছে এই স্বাস্থ্য কেন্দ্রটির। জানুন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পশ্চিম বর্ধমান : রয়েছে স্বাস্থ্য কেন্দ্র। স্বাস্থ্য কেন্দ্রে রয়েছে ২০০'র বেশি শয্যা। কিন্তু হাসপাতালের হাল বেহাল। ফলে দুশো শয্যা থাকলেও রানীগঞ্জ বল্লভপুরের বেলুনিয়া স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা করাতে পারেন খুব কম সংখ্যক মানুষ। তীব্র গরমের মধ্যেও সব ফ্যানগুলি ঠিকঠাক কাজ করে না। ফলে সমস্যার সম্মুখীন হতে হয় চিকিৎসা করাতে আসার রোগীদের। স্থানীয় মানুষের আবেদন দ্রুত হাসপাতালের মান উন্নয়নের ব্যবস্থা করা হোক।
advertisement

রানীগঞ্জের বল্লভপুরের বেলুনিয়া স্বাস্থ্য কেন্দ্রটি বেশ পুরনো। সেখানে ২০০'র শয্যা রয়েছে। একসময় এলাকার মানুষের চিকিৎসার অন্যতম ভরসা ছিল এই স্বাস্থ্য কেন্দ্রটি। নানারকম চিকিৎসার ব্যবস্থা ছিল এখানে। কিন্তু বয়সের ভারে বেহাল দশা হয়েছে এই স্বাস্থ্য কেন্দ্রটির। অনেকের অভিযোগ, হাসপাতাল থেকে বিভিন্ন দামি জিনিসপত্র চুরি হয়ে যাচ্ছে। ফলে স্থানীয় মানুষজনের ভরসার এই স্বাস্থ্য কেন্দ্রটির হাল ধীরে ধীরে আরও খারাপ হচ্ছে। এলাকার মানুষজন দাবি করছেন, যত দ্রুত সম্ভব হাসপাতালের হাল ফেরানো হোক। তাহলে এলাকাবাসীর অনেক সুবিধা হবে।

advertisement

আরও পড়ুন:  ATM-এ কার্ড ঢোকাতেই ঘটে গেল সর্বনাশ! মাত্র ১৫ মিনিটে গায়েব লক্ষ লক্ষ টাকা! সাবধান

এই বিষয়ে হাসপাতালের ভারপ্রাপ্ত অধিকর্তা জানিয়েছেন, বিষয় সম্পর্কে জেলা মুখ্য স্বাস্থ্য অধিকারিককে জানানো হয়েছে। দ্রুত হাসপাতাল মেরামতের ব্যবস্থা করা হবে। তবে আপতকালীন হিসেবে যে সমস্ত বিষয়গুলি প্রয়োজন, সেগুলি করানোর নির্দেশ দিয়েছেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক। তবে এলাকাবাসীর দাবি মেনে এই বিষয়ে হাসপাতালের ভারপ্রাপ্ত অধিকারিক জেলা স্বাস্থ্য অধিকারী সঙ্গে আলোচনা করবেন বলে জানিয়েছেন। অন্যদিকে স্থানীয় মানুষজন বলছেন, যত দ্রুত সম্ভব হাসপাতালের উন্নতির ব্যবস্থা করা হোক। তাহলে স্থানীয়দের অনেক উপকার হবে।

advertisement

Nayan Ghsoh

বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Asansol News : ২০০ বেডের হাসপাতালের একী অবস্থা! ভোগান্তির শেষ নেই! জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল