ATM | Fraud Case: ATM-এ কার্ড ঢোকাতেই ঘটে গেল সর্বনাশ! মাত্র ১৫ মিনিটে গায়েব লক্ষ লক্ষ টাকা! সাবধান

Last Updated:

ATM | Fraud Case: অভিনব কায়দায় প্রতারণা, ১৫ মিনিটে ভ্যানিশ সাড়ে তিন লক্ষ টাকা! জানুন

+
title=

উত্তর ২৪ পরগনা: জেলা সদর শহর বারাসতে অভিনব কায়দায় প্রতারণা। মাত্র ১৫ মিনিটের মধ্যেই অ্যাকাউন্ট থেকে গায়েব হল সাড়ে তিন লক্ষ টাকা। অ্যাকাউন্ট থেকে টাকা ভ্যানিস হওয়ার দীর্ঘ সময় কেটে গেলেও, অসহায় ব্যক্তি এখনও পাননি কোন সুরাহা। এদিন ঘটনাটি ঘটেছে বারাসত হেলাবটতলা এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, একটি রাষ্ট্রায়ত্ত ব্যঙ্কের এটিএম এ বারাসতের বাসিন্দা তপন বিশ্বাস গতকাল সকালে তার মা এর চিকিৎসার জন্য টাকা তুলতে যান।
হেলাবটতলা এলাকার ওই এটিএমে ১০ হাজার টাকা তুলে এটিএমের ভিতর দাঁড়িয়েই সেই টাকা গুনতে থাকেন।  সেইসময় এক ব্যক্তি এসে বলে, দাদা আপনার ট্রানজেকশন শেষ হয়নি। এটিএম কার্ড টি আর একবার পাঞ্চ করে ক্যানসেল করুন। না হলে কাজ করছে না। এরপরই, তপনবাবু আবারও কার্ডটি ঢুকিয়ে পাঞ্চ করতেই প্রতারক বলেন এবারও কাজ করছে না বলে নিজেই এটিএম কার্ড টি ধরে বার করেন। আর সেই সময়ই, সুযোগ বুঝে তপন বাবুর এটিএম কার্ডটি পাল্টে তপন বাবুকে অন্য একই দেখতে একটি এটিএম কার্ড ধরিয়ে দেন।
advertisement
আরও পড়ুন:  তিন বছর ধরে রাস্তায় দিন কাটাচ্ছে তিনটি পরিবার! গ্রামে ঢুকতে পারছে না! এখনও বোলপুরে এসব হয়!
advertisement
তপনবাবু ব্যস্ত থাকায়, এটিএম কার্ডটি নিয়েই চলে যান। তার কিছু সময় পরই, তপন বাবুর মোবাইলে পরপর মেসেজ আসতে থাকে। মুহূর্তেই অ্যাকাউন্ট থেকে টাকা কাটার এসএমএস দেখতেই চোখ কপালে ওঠে তপন বিশ্বাসের। এক লাখ টাকা করে তিনটে ট্রানজাকশন হয় মুহূর্তেই।
advertisement
১০ হাজার টাকা করেও কাটতে থাকে সব মিলিয়ে প্রায় সাড়ে তিন লক্ষ টাকা ১৫ মিনিটের মধ্যেই উধাও হয়ে যায় একাউন্ট থেকে। কি করবেন বুঝে উঠতে না পেরে দৌড়ে যান ব্যাংকে। তড়িঘড়ি ব্যাংকে গিয়ে বিষয়টি জানাতেই ব্লক করা হয় কার্ডটি। কি করবেন বুঝে উঠতে না পেরে বারাসত সাইবার ক্রাইম শাখায় অভিযোগ জানান তপন বাবু। সেখান থেকে বলা হয়, বারাসত থানায় লিখিত অভিযোগ জানাতে। যদিও ঘটনার ২৪ ঘণ্টা কেটে গেলেও এখনও পর্যন্ত কোন সুরাহা পাননি, প্রতারিত হওয়া তপন বিশ্বাস বলেই জানান। কিভাবে সামাল দেবেন গোটা পরিস্থিতি তা এখনও বুঝে উঠতে পারছেন না তিনি।
advertisement
Rudra Narayan Roy
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
ATM | Fraud Case: ATM-এ কার্ড ঢোকাতেই ঘটে গেল সর্বনাশ! মাত্র ১৫ মিনিটে গায়েব লক্ষ লক্ষ টাকা! সাবধান
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে
  • সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর, ২০২৫ – ৫ অক্টোবর, ২০২৫

  • এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • দেখে নিন রাশি মিলিয়ে, জানাচ্ছেন চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement