বোলপুর: বারবার প্রশাসনের দ্বারস্থ হয়েও গ্রামে ঢোকা হল না তিন পরিবারের। বীরভূম জেলা প্রশাসনের পক্ষ থেকে আজ তাদেরকে গ্রামে ফেরানোর ব্যবস্থা করা হলে , গ্রামবাসীদের বিক্ষোভের জেরে তিন পরিবারকে গ্রামে প্রবেশ করানো গেল না। এদিন তিন পরিবারকে নিয়ে গ্রামে হাজির হয়েছিলেন বোলপুর ব্লকের বিডিও শেখর সাঁই বোলপুর থানার আইসি ও বীরভূম জেলা প্রশাসনের উচ্চপদস্থ ব্যক্তিরা। কারণ এই দিন আদিবাসী পরিবার দীর্ঘদিন ধরেই প্রশাসনের দ্বারস্থ হয়েছিল তারা গ্রামে ফিরতে চায় এই দাবি নিয়ে কিন্তু গ্রামবাসীদের বিক্ষোভের জেরে তাদেরকে আজও প্রবেশ করানো গেল না গ্রামে।
৩ বছর ধরে ৩ টি পরিবারের ১২ জন সদস্য গ্রামছাড়া। ঘরে ফিরতে চেয়ে বহুবার আবেদন করেও কোন ফল হয়নি৷ সন্তানদের পড়াশোনা লাটে উঠেছে, রাস্তায় ভবঘুরের মত দিন কাটান আদিবাসী পরিবারগুলি। তাদের ঘরে ফেরাতে কার্যত ব্যর্থ প্রশাসন।বোলপুর থানার সিয়ান-মুলুক গ্রাম পঞ্চায়েতের মণিকুণ্ডু পাড়া আদিবাসী অধ্যুষিত গ্রাম। ২০২০ সালে ওই গ্রামে কুকুরের কামড়ে মৃত্যু হয় এক যুবকের৷ আক্রান্ত হন আরও কয়েকজন৷ এরপরেই গ্রামের ৩ টি পরিবারের উপর সন্দেহ হয় বাকি বাসিন্দাদের৷ বসে সালিশি সভা৷ এই সভার সিদ্ধান্ত হয় ৩ টি পরিবারকে গ্রামছাড়া করা হবে। অভিযোগ, ডাইনি অপবাদে ৩ টি পরিবারকে মারধর করে গ্রামছাড়া করা হয়। এমকি, তাদের বাড়ির ব্যবহৃত সামগ্রী সহ গবাদিপশু লুটপাট করে দেওয়া হয়৷
আরও পড়ুন: নদীতে তিন দিন ধরে আটকে ৭ ফুট লম্বা দৈত্য! কাছে যেতেই আতঙ্ক! রূপনারায়ণে যা ঘটল!
প্রায় ৩ বছর ধরে পুত্র ও কন্যা সন্তানদের নিয়ে গ্রামছাড়া ৩ টি আদিবাসী পরিবারের ১২ জন সদস্য৷ কখনও রাস্তার ফুটপাতে, কখনও বাসস্ট্যাণ্ডে, কখনও কোন আত্মীয়র বাড়িতে ঘুরে ঘুরে দিন অতিবাহিত হচ্ছে তাদের৷ আর স্বাভাবিক ভাবেই পরিবারগুলির সন্তানদের লেখা পড়া লাটে উঠেছে।তাদের আরও অভিযোগ, ঘরে ফিরতে চেয়ে বীরভূম জেলা শাসক থেকে শুরু করে জেলা পুলিশ সুপার, বোলপুর মহকুমা শাসক, বোলপুরের এসডিপিও, বোলপুর থানার আইসিকে লিখিত ভাবে জানিয়েও কোন ফল হয়নি৷
এক কথায় গ্রামছাড়াদের ফেরাতে ব্যর্থ হয় প্রশাসন৷ এদিন, বোলপুর মহকুমা শাসক অয়ন নাথের কক্ষের বাইরে থানা-বাসন নিয়ে ধর্নায় বসেন আদিবাসী পরিবারগুলি৷ এদিন বোলপুর ব্লকের বিডিও শেখর সাঁই জানান পুলিশ প্রশাসনের সাহায্য নিয়ে গ্রামবাসীদের কে বুঝিয়েও গ্রামে প্রবেশ করানো গেল না তিন আদিবাসি পরিবারকে। আগামী দিনে আবারো গ্রামে তারা সচেতনতা ক্যাম্প করে গ্রামবাসীদের সঙ্গে আলাপ আলোচনা করে ওই তিন আদিবাসী পরিবারকে গ্রামে ফেরানোর ব্যবস্থা করবে।
আরও পড়ুন:কেটে গেছে অবসরের ৮ বছর! এখনও তিনি নিয়ম করে স্কুলে আসেন! বিনা বেতনে পড়ান!
কিন্তু বর্তমানে কোন জোরপূর্বক গ্রামে প্রবেশ করালে ওই তিন আদিবাসী পরিবারের ওপর আক্রমণ নেমে আসতে পারে তাই তারা আজ আর প্রবেশ করালো না। জেলা প্রশাসনের নির্দেশমতো সরকারি জায়গায় যেখানে তাদের থাকার ব্যবস্থা করা হয়েছিল সেখানেই ওই তিন আদিবাসী পরিবারকে বর্তমানে রাখা হবে। আগামী দিনে আবারও তাদেরকে গ্রামে ফেরানোর প্রচেষ্টা করবে জেলা প্রশাসন এমনটাই জানিয়েছেন বিডিও।গ্রামছাড়া পরিবারগুলির একজন বলেন, "৩ বছর ধরে গ্রাম ছাড়া৷ আমাদের গ্রামে ফেরানো হোক ৷ যতদিন না তা হচ্ছে আমাদের থাকার ব্যবস্থা করে দিক সরকার।
Indrojit Ruj
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Birbhum news, Bolpur, Viral News