Viral News: নদীতে তিন দিন ধরে আটকে ৭ ফুট লম্বা দৈত্য! কাছে যেতেই আতঙ্ক! রূপনারায়ণে যা ঘটল!

Last Updated:
Viral News: বিশাল ওজন! গোটা এলাকায় বিরাট দৈত্যকে নিয়ে আতঙ্ক! অবশেষে যা হল! জানুন
1/5
তিন দিন ধরে শিলাবতি নদীতে আটকে থাকা ডলফিনকে বনদফতরের ও এলাকাবাসীর সহযোগিতায় নদীতে জাল নামিয়ে উদ্ধার করে নিয়ে যাওয়া হল রূপনারায়ণ নদীতে ছেড়ে দেয়ার জন্য। ( লেখা ও ছবি: সুকান্ত চক্রবর্তী)
তিন দিন ধরে শিলাবতি নদীতে আটকে থাকা ডলফিনকে বনদফতরের ও এলাকাবাসীর সহযোগিতায় নদীতে জাল নামিয়ে উদ্ধার করে নিয়ে যাওয়া হল রূপনারায়ণ নদীতে ছেড়ে দেয়ার জন্য। ( লেখা ও ছবি: সুকান্ত চক্রবর্তী)
advertisement
2/5
জানা যায় পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর ১ নম্বর ব্লকের সীতাকুণ্ড গ্রামে শিলাবতী নদীতে গ্রামের বাসিন্দারা দেখতে পায় একটি ডলফিন,খবর ছড়িয়ে পড়তে ডলফিন দেখতে, ভিড় জমায় এলাকার মানুষজন। ( লেখা ও ছবি: সুকান্ত চক্রবর্তী)
জানা যায় পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর ১ নম্বর ব্লকের সীতাকুণ্ড গ্রামে শিলাবতী নদীতে গ্রামের বাসিন্দারা দেখতে পায় একটি ডলফিন,খবর ছড়িয়ে পড়তে ডলফিন দেখতে, ভিড় জমায় এলাকার মানুষজন। ( লেখা ও ছবি: সুকান্ত চক্রবর্তী)
advertisement
3/5
খবর পৌঁছে যায় প্রশাসনের কাছে, অবশেষে তিন দিন পর প্রশাসনের উদ্যোগে, ডলফিন কে জাল দিয়ে ধরে রুপনারায়ন নদীতে ছেড়ে দেয়ার ব্যবস্থা করল বনদফতর ও পুলিশ প্রশাসনের আধিকারিকরা।( লেখা ও ছবি: সুকান্ত চক্রবর্তী)
খবর পৌঁছে যায় প্রশাসনের কাছে, অবশেষে তিন দিন পর প্রশাসনের উদ্যোগে, ডলফিন কে জাল দিয়ে ধরে রুপনারায়ন নদীতে ছেড়ে দেয়ার ব্যবস্থা করল বনদফতর ও পুলিশ প্রশাসনের আধিকারিকরা।( লেখা ও ছবি: সুকান্ত চক্রবর্তী)
advertisement
4/5
যদিও বনদফতর সূত্রে খবর প্রায় ৭ ফুট লম্বা ১ কুইন্টাল ৪০ কেজি ওজনের ডলফিন টি জোয়ারের সময় হয়তো দাসপুরের এই শিলাবতী নদীতে চলে এসেছিল ডলফিনটি, আর তারপরেই ডলফিন টি শিলাবতী নদীতে আটকে পড়ে।( লেখা ও ছবি: সুকান্ত চক্রবর্তী)
যদিও বনদফতর সূত্রে খবর প্রায় ৭ ফুট লম্বা ১ কুইন্টাল ৪০ কেজি ওজনের ডলফিন টি জোয়ারের সময় হয়তো দাসপুরের এই শিলাবতী নদীতে চলে এসেছিল ডলফিনটি, আর তারপরেই ডলফিন টি শিলাবতী নদীতে আটকে পড়ে।( লেখা ও ছবি: সুকান্ত চক্রবর্তী)
advertisement
5/5
 আর সেই ডলফিন শিলাবতী নদী থেকে উদ্ধার করে, গাড়িতে চাপিয়ে ডলফিনটিকে নিয়ে গিয়ে ছাড়া হল রূপনারায়ণ নদীতে। ( লেখা ও ছবি: সুকান্ত চক্রবর্তী)
আর সেই ডলফিন শিলাবতী নদী থেকে উদ্ধার করে, গাড়িতে চাপিয়ে ডলফিনটিকে নিয়ে গিয়ে ছাড়া হল রূপনারায়ণ নদীতে। ( লেখা ও ছবি: সুকান্ত চক্রবর্তী)
advertisement
advertisement
advertisement