Malda News: কেটে গেছে অবসরের ৮ বছর! এখনও তিনি নিয়ম করে স্কুলে আসেন! বিনা বেতনে পড়ান!
- Published by:Piya Banerjee
Last Updated:
Malda News: কিসের টানে এখনও স্কুলে আসেন এই শিক্ষিকা? জানলে অবাক হবেন
মালদহ: ছাত্র-ছাত্রীদের স্নেহের ভালবাসায় আবদ্ধ থেকে গিয়েছেন তিনি। সন্তান স্নেহের আজও স্ব-ইচ্ছায় পাঠদান করে চলেছেন অবসরপ্রাপ্ত এই স্কুল শিক্ষিকা। অবসর গ্রহণের প্রায় আট বছর কেটে গেল আজও সমান দায়িত্বপালন করে চলেছেন তিনি। নিয়মিত স্কুলে গিয়ে রোস্টার মেনেই অংকের ক্লাস নিয়ে চলেছেন খুদে পড়ুয়াদের। পঞ্চম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত পড়ুয়াদের অংকের সমস্যা সমাধান করে আসছেন তিনি। অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষিকার এমন উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন স্কুল কর্তৃপক্ষ।
বর্তমান শিক্ষক সমাজে বিভিন্ন অভাব অভিযোগ, সমস্ত কিছুর ঊর্ধ্বে গিয়ে এক ব্যতিক্রমী উদাহরণ তৈরি করে চলেছেন মালদহের ইংরেজবাজার ব্লকের কমলাবাড়ি হাইস্কুলের অবসরপ্রাপ্ত অংকের শিক্ষিকা স্বপ্না রায় ঘোষ দাস। ২০১৫ সালের ২৮ ফেব্রুয়ারি খাতায়-কলমে স্কুল থেকে অবসর নিয়েছেন তিনি। তবে বাড়িতে বসে থাকেননি। অবসর গ্রহণের পরের দিন থেকেই স্কুল এসেছেন, ক্লাস নিয়েছেন, অংক বুঝিয়েছেন শিখিয়েছেন।
advertisement
advertisement
গত আট বছর ধরে নিয়মিত স্কুলে এসে ক্লাস করে চলেছেন তিনি। তাঁর এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে স্কুল কর্তৃপক্ষ কিছু পারিশ্রমিক দেওয়ার জন্য আবেদন করেছিলেন। কিন্তু তিনি মঞ্জুর করেননি। এমনকি সরকারি অতিথি শিক্ষক হিসাবে নিয়োগের সুযোগ পেয়েছিলেন। কিন্তু তাতেও তিনি রাজি হননি। নিয়মিত অন্যান্য শিক্ষক-শিক্ষিকাদের মত ক্লাস নিয়েই চলেছেন তিনি। শিক্ষিকা স্বপ্না রায় ঘোষ দাস বলেন, যতদিন শরীর সুস্থ থাকবে আমি পড়ে যাব। পড়ানোই আমার নেশা। আমার খুব ভালো লাগে, ছাত্র-ছাত্রীদের সঙ্গে সময় কাটাতে। এর জন্য আমি কোন পারিশ্রমিক চাই না।
advertisement
মালদহ শহরের বাসিন্দা সপ্না রায় ঘোষ দাস। পীযূষ দাস বেসরকারি সংস্থার কর্মী।১৯৯৮ সালে মালদহের ইংরেজবাজার ব্লকের কমলাবাড়ী হাই স্কুলে শিক্ষকতা শুরু করেন তিনি। অংকের শিক্ষিকা তিনি। ২০১৫ সালের ২৮ ফেব্রুয়ারি অবসর গ্রহণ করেন। পড়ানো তার নেশা, পড়িয়ে তিনি মানসিক শান্তি পান। তাই অবসর গ্রহণের পরও থেমে থাকেননি। নিয়মিত ক্লাস নিয়ে চলেছেন। যতদিন শরীরে সুস্থ থাকবে তিনি পড়াতে চান।কমলাবাড়ি হাইস্কুলে ছাত্র শিক্ষক অনুপাতে যে পরিমাণ শিক্ষক থাকার কথা তার থেকে অনেক কমই শিক্ষক রয়েছেন। এই কথা স্বীকার করেছেন স্কুলের প্রধান শিক্ষক। স্কুলের এমন অবস্থায় একজন অবসরপ্রাপ্ত শিক্ষিকা নিয়মিত এইভাবে ক্লাস করিয়ে যাওয়াই স্কুলের অনেকটাই সুবিধা হচ্ছে জানিয়েছেন প্রধান শিক্ষক। কমলাবাড়ি হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ মতিউর রহমান বলেন, গত ৮ বছর ধরে তিনি বিনা পারিশ্রমিকে পড়িয়ে যাচ্ছেন। ছাত্র-ছাত্রীদের সন্তানের স্নেহে এখনো তিনি পড়াচ্ছেন।
advertisement
হরষিত সিংহ
Location :
Kolkata,West Bengal
First Published :
April 29, 2023 8:50 PM IST