TRENDING:

Bardhaman News | Anubrata Mondal : নামেই ১৪ দিন, প্রায় দেড় মাস জেলেই কাটবে অনুব্রতর! কেন? জানুন কারণ

Last Updated:

Bardhaman News | Anubrata Mondal: ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হলেও, পরবর্তী তারিখে অনুব্রত মণ্ডল মামলার শুনানি হওয়ার আশা কম। কারণ জানুন...

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পশ্চিম বর্ধমান : পুজোর ছুটির জন্য কি বিপদ বাড়ল অনুব্রত মণ্ডলের? আইনজীবীদের আশঙ্কা তেমনটাই। এমনকি অনুব্রত মণ্ডলের আইনজীবী অনির্বাণ গুহঠাকুরতা নিজেও মনে করছেন, ১৪ দিন নয়, প্রায় দেড় মাস জেলবন্দি দশা কাটাতে হবে অনুব্রতকে। কারণ, ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হলেও, পরবর্তী তারিখে অনুব্রত মণ্ডল মামলার শুনানি হওয়ার আশা কম। কারণ সে সময় পুজোর জন্য আদালতে ছুটি চলবে। তাই অনুব্রত মণ্ডলের আইনজীবী অনির্বাণ গুহঠাকুরতা মনে করছেন, তার মক্কেলের মামলার পরবর্তী শুনানি হবে আগামী মাসের ২৯ তারিখে। ফলে প্রায় দেড় মাস বন্দিদশা কাটাতে হবে অনুব্রত মণ্ডলকে।
advertisement

সামনেই পুজো। অনুব্রত মণ্ডলের বাড়িতেও পা রাখবেন দেবী মহামায়া। ফলে পুজোর সময় বাড়ি ফিরতে চেয়ে জামিনের আবেদন জানিয়েছিলেন অনুব্রত মণ্ডল। সঙ্গ দিতে চেয়েছিলেন নিঃসঙ্গ মেয়েকে। কিন্তু সেই আবেদন নাকচ করে দিয়েছেন আসানসোলের বিশেষ সিবিআই আদালতের বিচারক। অনুব্রত মণ্ডলকে আবার ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন তিনি।

আরও পড়ুন: দুর্গা পুজো জেলেই কাটবে, অনুব্রতকে ফের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ

advertisement

উল্লেখ্য, এদিন আসানসোল বিশেষ সিবিআই আদালতে অনুব্রত মণ্ডলের মামলার শুনানি ছিল। এদিন অনুব্রত মণ্ডলের আইনজীবী, তার মক্কেলের জামিনের আবেদন জানান। কিন্তু প্রভাবশালী তত্ত্ব খাড়া করে তার জামিনের বিরোধিতা করেন সিবিআইয়ের আইনজীবী। আদালতে সওয়াল জবাব চলার সময় অনুব্রত মণ্ডলের আইনজীবী জানান, অনুব্রত বীরভূমের প্রভাবশালী হলে, তাকে বীরভূমে ঢুকতে না দেওয়ার শর্তে জামিন দেওয়া হোক। অন্যদিকে অনুব্রত মণ্ডল আইনজীবীর মাধ্যমে আদালতের কাছে আবেদন জানান, তাকে জামিন দেওয়া হোক। কারণ তার বাড়িতে দুর্গাপুজো। মেয়ে একা হাতে পুজোর সকাল সামাল দিতে পারবেন না। সেই জন্য জামিনের আবেদন জানিয়েছিলেন তিনি। কিন্তু সিবিআই আদালতের বিচারক সেই আবেদন নাকচ করে ফের জেলে হেফাজতের নির্দেশ দিয়েছেন।

advertisement

View More

তবে আইনজীবীদের আশঙ্কা, ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হলেও অনুব্রত মণ্ডলকে কার্যত প্রায় দেড় মাস জেলবন্দী দশা কাটাতে হবে পুজোর ছুটির জন্য। অনুব্রত মণ্ডলের ১৪ দিনের জেল হেফাজতের মেয়াদ শেষ হবে অক্টোবর মাসের পাঁচ তারিখে। সেদিন পুজোর দশমী। ফলে শুনানি হওয়ার সম্ভাবণা কম। পরবর্তী শুনানির তারিখ ১৪ ই অক্টোবর। তখনও আদালতে পুজোর ছুটি চলবে। তাই এই দুটি তারিখে অনুব্রত মণ্ডলের মামলার শুনানি হওয়ার আশা কম বলে মনে করছেন আইনজীবীরা। আইনজীবীদের ধারণা, অনুব্রত মণ্ডলের মামলার পরবর্তী শুনানি হবে ২৯ অক্টোবর। ফলে প্রায় দেড় মাস তাকে কাটাতে হবে জেলবন্দি অবস্থায়।

advertisement

Nayan Ghosh

বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Bardhaman News | Anubrata Mondal : নামেই ১৪ দিন, প্রায় দেড় মাস জেলেই কাটবে অনুব্রতর! কেন? জানুন কারণ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল