TRENDING:

Paschim Bardhaman News: ঝুলন্ত রেস্তোরাঁ, বিশালাকার নেতাজি মূর্তি! কোন শহরে হচ্ছে জানেন?

Last Updated:

শহরের সৌন্দর্য বৃদ্ধিতে বিশাল পরিকল্পনা গ্রহন করেছে আসানসোল পুরনিগম। শহরে বর্তমানে যে প্রবেশদ্বারটি রয়েছে, সেটি সংস্কারের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি আরও দুটি নতুন প্রবেশদ্বার শহরে তৈরি করা হবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#আসানসোল : শহরের সৌন্দর্য বৃদ্ধিতে বিশাল পরিকল্পনা গ্রহন করেছে আসানসোল পুরনিগম। শহরে বর্তমানে যে প্রবেশদ্বারটি রয়েছে, সেটি সংস্কারের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি আরও দুটি নতুন প্রবেশদ্বার শহরে তৈরি করা হবে। আর এই প্রবেশদ্বার গুলি তৈরিতেই চমক দিতে চায় আসানসোল পুরনিগম। আসানসোলের জুবিলী মোড়ে যে প্রবেশদ্বারটি তৈরি হবে, তা হবে বাংলার দ্বিতীয় বিশ্ব বাংলা গেট। এটি কলকাতার নিউ টাউনে থাকা বিশ্ব বাংলা গেটের ধাঁচেই তৈরি করা হবে। সেখানে থাকবে ঝুলন্ত রেস্টুরেন্ট। থাকবে বিশ্ব বাংলা লোগো।
advertisement

আবার শহরে একটি বিশাল আকারের নেতাজি মূর্তি প্রতিস্থাপনের পরিকল্পনা করা হয়েছে। কালিপাহাড়ি মোড়ে এই নেতাজী মূর্তি স্থাপন করা হবে। তাছাড়াও এই জায়গাটির নতুন নামকরণ করা হবে বলে জানা গিয়েছে। জায়গাটির নাম হবে নেতাজির চক। অন্যদিকে, ভগৎ সিং মোড়ে আরও একটি তোরণ তৈরি করা হবে। শহরের সৌন্দর্য বৃদ্ধির জন্যই এই বিশাল পরিকল্পনা গ্রহণ করা হয়েছে পুরসভার তরফ থেকে।

advertisement

আরও পড়ুনঃ নতুন খনির উদ্বোধন ঘিরে কর্মসংস্থানের স্বপ্ন দেখছে পাণ্ডবেশ্বর

ইতিমধ্যেই, প্রস্তাবিত জায়গা গুলিতে পরিদর্শন সেরেছেন আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়, পুরনিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়, সহ মেয়র পরিষদের অন্যান্য সদস্যরা। জানা গিয়েছে, শহরে তিনটি তোরণ নির্মাণের জন্য প্রায় চার কোটি টাকা ব্যয় করা হবে। শহরে নেতাজি মূর্তি স্থাপনের যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল, তার কাজ খুব দ্রুতই শুরু হবে বলে জানা গিয়েছে পুরসভা সূত্রে।

advertisement

View More

আরও পড়ুনঃ ফের উৎসবের প্রস্তুতি জেলায়, আসানসোলে অপেক্ষা শ্যামা বন্দনার

অন্যদিকে বিশ্ব বাংলা গেটটি তৈরির কাজও দ্রুত শুরু করতে চায় আসানসোল পুরনিগম। এই নিয়ে ইতিমধ্যেই কলকাতার একটি বিশেষ দল পর্যবেক্ষণ সেরেছে। সবমিলিয়ে জেলাবাসীর কাছে নতুন আকর্ষণ হতে চলেছে বাংলার দ্বিতীয় বিশ্ব বাংলা গেট এবং ঝুলন্ত রেস্টুরেন্ট। পাশাপাশি দিল্লির ধাঁচে তৈরি হতে চলে নেতাজি মূর্তিও রাজ্যের মানুষের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু হবে বলে মনে করছেন শহরবাসী।

advertisement

 

 

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

Nayan Ghosh

বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Paschim Bardhaman News: ঝুলন্ত রেস্তোরাঁ, বিশালাকার নেতাজি মূর্তি! কোন শহরে হচ্ছে জানেন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল