কম্বল বিতরণ কাণ্ডে মৃত্যুর ঘটনায়, অনুষ্ঠানের অন্যতম আয়োজক চৈতালি তিওয়ারিকে দ্বিতীয় নোটিশ দিতে গিয়েছিলেন পুলিশকর্মীরা। কিন্তু প্রথম দিনের মতো, এদিনও বাড়িতে ছিলেন না জিতেন্দ্র তিওয়ারি এবং চৈতালি তিওয়ারি। ফলে আবাসন তালা বন্ধ অবস্থায় দেখে আর জিজ্ঞাসাবাদ করতে পারেননি পুলিশকর্মীরা। অন্যদিকে, এই ঘটনায় চৈতালি তিওয়ারি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বলে জানা গিয়েছে।
advertisement
আরও পড়ুন: একের পর এক দোকানে চুরি, সিসিটিভিতেও ধরা পড়ছে না চোর! হুগলিতে চাঞ্চল্য
উল্লেখ্য, গত ১৪ নভেম্বর আসানসোল পুরসভার ২৭ নম্বর ওয়ার্ডে বিজেপির পক্ষ থেকে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিব চর্চা নামের সেই অনুষ্ঠানে হাজির হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অনুষ্ঠানে কম্বল বিতরণের সময় এক শিশু-সহ তিনজনের মৃত্যু হয়। অন্যদিকে, পুলিশের তরফ থেকে বলা হয়েছে, এই অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় অনুমতি নেওয়া হয়নি আয়োজকদের পক্ষ থেকে। ফলে এই ঘটনায় পদপৃষ্ট হয়ে মৃত্যুর জন্য আয়োজকদের দিকে গাফিলতির অভিযোগ উঠছে।
আরও পড়ুন: বিশ্বভারতীতে পৌষমেলা না হলেও হবে পৌষ উৎসব, জানুন
দুর্ঘটনার পরে পাঁচ জনের নামে একটি এফআইআর দায়ের করা হয়েছে। সেই অভিযোগের তদন্তে নেমে চৈতালি তিওয়ারিকে নোটিশ দিয়েছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট। কিন্তু পুলিশের পক্ষ থেকে দ্বিতীয় যে নোটিশ দেওয়া হয়েছে, সেদিনেও চৈতালি তিওয়ারির আবাসন তালা বন্ধ অবস্থায় দেখা গিয়েছে।
নয়ন ঘোষ