Hooghly News: একের পর এক দোকানে চুরি, সিসিটিভিতেও ধরা পড়ছে না চোর! হুগলিতে চাঞ্চল্য
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
সিঁধ কেটে চুরি করছে চোর। দোকানে থাকা সিসিটিভিও তাদেরকে ধরতে পারছে না।
#হুগলি: বার বার একই পদ্ধতিতে চুরি হয়ে চলেছে হুগলির বিভিন্ন দোকানে। সিঁধ কেটে চুরি করছে চোর। দোকানে থাকা সিসিটিভিও তাদেরকে ধরতে পারছে না। ধরবেই বা কী করে? চোর যে সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে প্রতিবার পালাচ্ছে।
মঙ্গলবার ফের বৈঁচি বাজারের দু'টি সোনার দোকানে একই রকম ভাবে চুরির ঘটনা ঘটে। চুরির ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার সকালে সবজি বাজারের ব্যবসায়ীদের নজরে পড়ে বিষয়টি। তারা দেখতে পান দোকানের বাইরে দেয়ালে বড় গর্ত করা। খবর দেওয়া হয় দোকান মালিকদের। ঘটনাস্থলে এসে পৌঁছে দোকান মালিকের কার্যত মাথায় হাত। দোকানের দেওয়াল ভেঙে দোকানে প্রবেশ করে আলমারিতে রাখা সমস্ত কাঁচা সোনা রূপা থেকে শুরু করে অন্য সমস্ত সামগ্রী নিয়ে পালায় চোর।
advertisement
আরও পড়ুন: শীতকালে ওজন বাড়ে, গড়ে কত কিলো বাড়বে জানেন? কারণ জেনে সাবধানতা নিন
ঘটনাস্থলে উপস্থিত হন পান্ডুয়া থানার পুলিশ। এলাকার ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ চুরির ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে সরব হয়েছেন। স্বর্ণ ব্যবসায়ী সিদ্ধেশ্বর নন্দন ও শামিম মণ্ডল জানান, সিঁধ কেটে দোকানে ঢোকে চোর। সিসি ক্যামেরা ভেঙে হার্ড ডিস্ক নিয়ে যায়। সিন্দুক ভাঙে সোনা ও রূপার গহনা যা ছিল সর্বস্ব চুরি করে নিয়ে যায়। মোট কত টাকার চুরি হয়েছে তা এই মুহূর্তে বলা সম্ভব নয়। সমস্ত হিসাব-নিকাশ করলে বোঝা যাবে চুরির পরিমাণ কত।
advertisement
advertisement
আরও পড়ুন: বিশ্বভারতীতে পৌষমেলা না হলেও হবে পৌষ উৎসব, জানুন
তবে লক্ষাধিকার বেশি টাকার যে চুরি হয়েছে তা নিশ্চিত। তাদের অনুমান এটা এক জনের কাজ নয় বলেই মনে হয়। একটা গোটা দল এই কাজের সঙ্গে যুক্ত। কিছু দিন আগে পোলবার আলিনগরে একটি সোনার দোকানে চুরি হয়। তার আগে সিঁধ কেটে চুঁচুড়ার একটি মোবাইলের দোকানেও একই কায়দায় চুরির ঘটনা ঘটে। কোনও ক্ষেত্রেই চোর ধরা পরেনি। তদন্তে রয়েছে পুলিশ।
advertisement
রাহী হালদার
Location :
First Published :
December 22, 2022 3:24 PM IST