Birbhum News: বিশ্বভারতীতে পৌষমেলা না হলেও হবে পৌষ উৎসব, জানুন
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
পৌষ উৎসব নিয়ে অনুষ্ঠানসূচি ঘোষণা করল কর্তৃপক্ষ।
#বীরভূম: পূর্বপল্লীর মাঠে বিশ্বভারতী এবং শান্তিনিকেতন ট্রাস্টের পৌষমেলা এবার হবে না তা বেশ কয়েকদিন আগেই টের পাওয়া গিয়েছিল। পৌষমেলা না হওয়ার পাশাপাশি পৌষ উৎসব নিয়েও দেখা গিয়েছিল টালবাহানা। কারণ পৌষ উৎসবের আয়োজন হবে কি না তা নিয়ে প্রশ্ন উঠতেই বিশ্বভারতী কর্তৃপক্ষ জানিয়েছিল, পরিস্থিতি স্বাভাবিক থাকলে পৌষ উৎসব আয়োজন করতে তাদের কোনও অসুবিধা নেই। এই উত্তরে সংশয় থাকলেও অবশেষে পৌষ উৎসব নিয়ে অনুষ্ঠানসূচি ঘোষণা করল কর্তৃপক্ষ।
পৌষ উৎসবের রীতি মেনে বৃহস্পতিবার সন্ধ্যা ৬ পৌষ রাত ৯ টায় গৌড় প্রাঙ্গণে হবে বৈতালিক। শান্তিনিকেতন গৃহে রাত সাড়ে ৯ টায় হবে সানাই। ৭ পৌষ শুক্রবার গৌর প্রাঙ্গণে ভোর সাড়ে ৫ টায় রয়েছে বৈতালিক। শান্তিনিকেতন গৃহে সকাল ৬ টায় সানাই। সকাল সাড়ে ৭টায় ছাতিমতলায় উপাসনা। সন্ধ্যা ৬ টায় উদয়ন বাড়ি ও ছাতিমতলায় আলোকসজ্জা। সন্ধ্যা সাড়ে ছটায় গৌড় প্রাঙ্গণে বসবে লোকসংস্কৃতির আসর।
advertisement
advertisement
আরও পড়ুন: থানায় রয়েছেন অনুব্রত মণ্ডল, হঠাৎ বাড়ল দুশ্চিন্তা! তড়িঘড়ি এলেন চিকিৎসক
৮ পৌষ শনিবার শান্তিনিকেতন গৃহে সকাল ৬ টায় সানাই। বিশ্বভারতী প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব ও নিদর্শন পত্র প্রদান রয়েছে আম্রকুঞ্জে সকাল সাড়ে আটটায়। কেন্দ্রীয় গ্রন্থাগারে দুপুর ৩ টের সময় রয়েছে মহর্ষি দেবেন্দ্রনাথ স্মারক বক্তৃতা। সন্ধ্যা ৬ টায় ছাতিমতলায় আলোকসজ্জা। সন্ধ্যা সাড়ে ৬টায় গৌড় প্রাঙ্গণে ভানুসিংহের পদাবলী। ৯ পৌষ রবিবার শান্তিনিকেতন গৃহে সকাল ৬ টায় সানাই। সকাল আটটায় আম্রকুঞ্জে পরলোকগত আশ্রম বন্ধুদের স্মৃতি বাসর। বৈকাল সাড়ে ৫টায় উপাসনা গৃহে খ্রিস্টোৎসব। একই সময়ে উপাসনা গৃহে হবে আলোকসজ্জা।
advertisement
মাধব দাস
Location :
First Published :
December 22, 2022 1:39 PM IST