ফোনগুলি ফেরত পেয়ে স্বভাবতই খুশি মালিকরা। কারণ এই মুহূর্তে স্মার্টফোন ব্যবহার করে ব্যাঙ্কিং পরিষেবা থেকে শুরু করে টিকিট বুকিং, বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ করা যায়। ফলে ফোনের মধ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য সেভ হয়ে থাকে। তাই ফোনগুলি হারিয়ে যাওয়ায় মালিকরা যথেষ্ট চিন্তিত ছিলেন। কিন্তু পুলিশ ঘটনা তদন্তে নেমে উদ্যোগ নিয়ে যেভাবে ফোনগুলিকে উদ্ধার করা হয়েছে, তা দেখে ভীষণ ভাবে খুশি হয়েছেন মোবাইল ফোনের মালিকরা।
advertisement
আরও পড়ুনঃ অবৈধ কয়লা কারবারে রাশ টানতে কড়া পুলিশ
পাশাপাশি অনেকটা নিশ্চিত হয়েছেন তারা, এবং পুলিশের এই উদ্যোগ দেখে তাদের সাধুবাদ দিয়েছেন। অন্যদিকে এই ব্যাপারে পুলিশের ডেপুটি কমিশনার অভিষেক গুপ্তা জানিয়েছেন, বিভিন্ন সময় হারিয়ে যাওয়া ফোনগুলির অভিযোগ জানিয়েছিলেন তাদের মালিকরা।
আরও পড়ুনঃ অনলাইনে পরীক্ষার দাবিতে কী ভয়ঙ্কর কাণ্ড পড়ুয়ার! তুমুল শোরগোল বিশ্ববিদ্যালয় চত্বরে!
সেই সমস্ত অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে দুর্গাপুর নিউটাউনশিপ থানার পুলিশ ফোনগুলি উদ্ধার করেছে। তারপর সেই উদ্ধার করা মোবাইল ফোনগুলি এদিন মালিকপক্ষের হাতে তুলে দেওয়া হয়েছে।
Nayan Ghosh