Paschim Bardhaman: অবৈধ কয়লা কারবারে রাশ টানতে কড়া পুলিশ

Last Updated:

অবৈধ কয়লা কারবার আটকাতে, অবৈধভাবে কয়লা পরিবহনের রাশ টানতে এবার কড়া হয়েছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট।

+
title=

আসানসোল: অবৈধ কয়লা কারবার আটকাতে, অবৈধভাবে কয়লা পরিবহনের রাশ টানতে এবার কড়া হয়েছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট। জেলায় যাতে ভিন রাজ্য থেকে অবৈধভাবে কয়লা ভর্তি ট্রাক ঢুকতে না পারে, তার জন্য সতর্ক হয়েছে পুলিশ। লাগাতার চলছে নজরদারি। বাড়ানো হয়েছে আসানসোল ঝাড়খন্ড সীমান্তের ডুবুরডি চেকপোষ্টের পুলিশি তৎপরতা। ঝাড়খন্ড থেকে আসা সমস্ত কয়লা ভর্তি ট্রাকগুলির বৈধ কাগজপত্র দেখার পরেই, সেগুলিকে রাজ্যে ঢোকার অনুমতি দেওয়া হচ্ছে। যদিও এই নিয়ে আসানসোলের বিরোধী শিবির অভিযোগ তুলতে শুরু করেছে। অন্যদিকে ছাড়পত্র পাওয়ার জন্য দীর্ঘ অপেক্ষা করার ফলে, মাঝেমধ্যেই ট্রাকচালকরা ক্ষোভে ফুঁসছেন। কিন্তু পুলিশের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, অবৈধভাবে কয়লা পরিবহন আটকাতেই পুলিশ কড়া পদক্ষেপ করছে। যে সমস্ত ট্রাকের কয়লা পরিবহনের জন্য বৈধ কাগজপত্র রয়েছে, তাদের রাজ্যে ঢুকতে দেওয়া হচ্ছে। অবৈধ পরিবহন আটকাতেই এই পদক্ষেপ। ইসিএল বা বিসিসিএলয়ের তরফ থেকে সবুজ সঙ্কেত পাওয়ার পরেই ট্রাক গুলিকে ঢুকতে দেওয়া হচ্ছে। যাতে ট্রাকচালকদের অসুবিধা না হয়, তার জন্য চেকপোস্টের বাইরে এবং ঝারখন্ড সীমান্তের দিকে তালিকা তৈরি করে, তা নোটিশ বোর্ডে ঝুলিয়ে দেওয়া হচ্ছে।
পাশাপাশি ট্রাকচালকদের চেকপোষ্টে অপেক্ষা করার সময় যাতে অসুবিধা না হয়, তার জন্য সবরকম সহযোগিতা করা হবে বলে আশ্বাস দিয়েছেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এক শীর্ষ কর্তা। অন্যদিকে ঝাড়খন্ড পুলিশের সঙ্গে লাগাতার যোগাযোগ রাখছে জেলা পুলিশ। প্রশাসন সূত্রে খবর, শুধুমাত্র অবৈধ কয়লা কারবার রুখতে পুলিশ কড়া পদক্ষেপ করছে। এক্ষেত্রে তাদের কোনও রকম অসুবিধা হবে না।
advertisement
advertisement
তবে আসানসোল ঝাড়খন্ড সীমান্তে অবস্থিত ডুবুরডি চেকপোস্ট ট্রাকচালকদের ছাড়পত্র পাওয়ার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে বলে অভিযোগ। ঝাড়খণ্ডের দিকে দেখা যাচ্ছে কয়লা ভর্তি ট্রাকের লম্বা লাইন। দীর্ঘ অপেক্ষার জন্য কখনও কখনও বিক্ষোভ দেখাচ্ছেন তারা। তবে জেলা পুলিশের দাবি, যাদের কয়লা পরিবহনের জন্য বৈধ কাগজপত্র রয়েছে, তাদের কোন সমস্যা হবেনা। কাগজপত্রের বৈধতা দেখার পরেই ট্রাকগুলিকে রাজ্যে ঢোকার অনুমতি দেওয়া হবে।
advertisement
Nayan Ghosh
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Paschim Bardhaman: অবৈধ কয়লা কারবারে রাশ টানতে কড়া পুলিশ
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement