TRENDING:

Paschim Bardhaman News: মন্ডপগুলির আয়োজন খতিয়ে দেখতে পরিদর্শনে কমিশনার

Last Updated:

এক বছর পর ঘরে ফিরছেন উমা। একাধিক জায়গায় লক্ষ লক্ষ টাকা খরচ করে মন্ডপ তৈরির কাজ শেষের দিকে। বহু জায়গায় ইতিমধ্যেই মন্ডপগুলি দর্শকদের জন্য খুলে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি বহু মন্ডপের উদ্বোধন করেছেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পশ্চিম বর্ধমান : এক বছর পর ঘরে ফিরছেন উমা। একাধিক জায়গায় লক্ষ লক্ষ টাকা খরচ করে মন্ডপ তৈরির কাজ শেষের দিকে। বহু জায়গায় ইতিমধ্যেই মন্ডপগুলি দর্শকদের জন্য খুলে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি বহু মন্ডপের উদ্বোধন করেছেন। প্রত্যেক বছরের মা দুর্গা বাপের বাড়ি আসেন। তবে এই বছরের পুজো প্রত্যেকের কাছেই একটু স্পেশাল। কারণ চলতি বছরে বাংলার দুর্গাপূজা পেয়েছে ইউনেস্কোর স্বীকৃতি। আবার অতিমারি কাটিয়ে দীর্ঘ দুবছর পর ফের পুজো উপলক্ষে রাস্তায় জন সমুদ্রের ঢেউ তুলতে তৎপর আপামর বাঙালি। এই অবস্থায় কলকাতার পাশাপাশি জেলার পুজো গুলির আয়োজন দেখে, প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
advertisement

এমত অবস্থায় পুজো উদ্যোক্তাদের আয়োজন ঠিকঠাক আছে কিনা, সমস্ত রকম নিয়ম - বিধিনিষেধ মানা হয়েছে কিনা, তা খতিয়ে দেখতে পরিদর্শন সারলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমিশনার এস নীলকন্ঠম। আসানসোল শহরের বিভিন্ন পুজো মণ্ডপ গুলি পরিদর্শন করেছেন তিনি। সঙ্গে ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অন্য পদস্থ আধিকারিকরা। উল্লেখ্য, বিগত দুদিন ধরে শহরের বিভিন্ন পুজো মন্ডপ গুলি পরিদর্শন করছেন কমিশনারের এস নীলকন্ঠম। খতিয়ে দেখছেন পুজো মণ্ডপগুলিতে অগ্নি নির্বাপন ব্যবস্থা ঠিকঠাক রয়েছে কিনা।

advertisement

দর্শনার্থীদের প্রবেশপথ এবং বাইরে যাওয়ার রাস্তার ঠিকঠাক বন্দোবস্ত হয়েছে কিনা, অথবা কোনও রকম বিধিনিষেদের তোয়াক্কা না করে মন্ডপগুলি নির্মাণ করা হয়েছে কিনা। যদিও এদিন পরিদর্শন সেরে পুলিশ কমিশনার জানিয়েছেন, দুদিনে তিনি যে মন্ডপগুলি পরিদর্শন করেছেন, সেগুলি বেশিরভাগই নিয়ম মেনে তৈরি করা হয়েছে। তবে দু একটি মন্ডপে তৈরিতে এমন কিছু সামগ্রী ব্যবহার করা হয়েছে, যেগুলি থেকে সহজেই অগ্নিকাণ্ড ঘটতে পারে। সেই সমস্ত পুজো উদ্যোক্তাদের দমকল বিভাগের সঙ্গে কথা বলে বিষয়গুলি নিয়ে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন পুলিশ কমিশনার।

advertisement

পাশাপাশি দমকল বিভাগকে জানানো হয়েছে, যাতে করে মন্ডপগুলিতে অগ্নি নির্বাপন ব্যবস্থার সঠিক বন্দোবস্ত করা হয়। উল্লেখ্য, গত দুবছর করোনা অতিমারির জন্য পুজোর ক্ষেত্রে বহু রকম বিধি নিষেধ আরোপ করা হয়েছিল প্রশাসনের তরফ থেকে। তবে বর্তমানে করোনা সংক্রমণের প্রকোপ অনেকটাই কমে গিয়েছে। ফলে কমেছে প্রশাসনের বিধি-নিষেধ। সেজন্য প্রশাসনিক কর্তারা মনে করছেন, চলতি বছরের পুজোতে ব্যাপকভাবে জন-বিস্ফোরণ ঘটবে। তার জন্য আগাম ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে পুজো উদ্যোক্তাদের।

advertisement

View More

আরও পড়ুনঃ পুজোর আগে বোনাস চেয়ে বিক্ষোভ বাঁশকোপা টোল প্লাজার কর্মীদের

বিশেষ করে ভিড় নিয়ন্ত্রণের জন্য ঠিকঠাকভাবে বন্দোবস্ত করতে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি জনসাধারণের জন্য প্রশাসনের আবেদন যেন ভিড়ের সময় করোনা বিধি মেনে চলা হয়। তাছাড়াও, সুষ্ঠুভাবে পুজো সম্পন্ন করতে ইতিমধ্যেই পুলিশ কমিশনার, জেলাশাসক পুজো উদ্যোক্তাদের সঙ্গে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি দফতর গুলির সঙ্গে বৈঠক সেরে। সুষ্ঠুভাবে পুজো সম্পন্ন করতে পুলিশের তরফ থেকে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। শহরের বড় মণ্ডপগুলির কাছে পুলিশ ক্যাম্প থাকবে বলে জানানো হয়েছে।

advertisement

আরও পড়ুনঃ বাস কর্মীদের কর্মবিরতি চলছেই, দুর্ভোগ যাত্রীদের

পাশাপাশি পুজোর সময় যেকোনও রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে, সেফটি বাহিনীর আয়োজন করেছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট। অন্যদিকে লাগাতার পুজো মন্ডপ ও সংলগ্ন এলাকাগুলি পরিদর্শন করছেন পুলিশের পদস্থ আধিকারিকরা। তবে পুজো শুরুর আগে, শেষ বেলায় পরিদর্শনে নেমেছেন পুলিশ কমিশনার এস নীলকন্ঠম। আসানসোলের বড় মণ্ডপ গুলির পরিদর্শন শেষে, পুলিশ কমিশনার দুর্গাপুরের মণ্ডপগুলিও পরিদর্শন করবেন বলে জানা গিয়েছে।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

Nayan Ghosh

বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Paschim Bardhaman News: মন্ডপগুলির আয়োজন খতিয়ে দেখতে পরিদর্শনে কমিশনার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল