Paschim Bardhaman News: পুজোর আগে বোনাস চেয়ে বিক্ষোভ বাঁশকোপা টোল প্লাজার কর্মীদের

Last Updated:

পুজোর আগে বোনাস চেয়ে বিক্ষোভে সামিল হলেন টোল প্লাজার কর্মীরা। দু'নম্বর জাতীয় সড়কের ওপর অবস্থিত বাঁশকোপা টোল প্লাজার কর্মীরা এদিন পুজোর বোনস চেয়ে বিক্ষোভে শামিল হয়েছিলেন।

+
title=

#কাঁকসা : পুজোর আগে বোনাস চেয়ে বিক্ষোভে সামিল হলেন টোল প্লাজার কর্মীরা। দু'নম্বর জাতীয় সড়কের ওপর অবস্থিত বাঁশকোপা টোল প্লাজার কর্মীরা এদিন পুজোর বোনস চেয়ে বিক্ষোভে শামিল হয়েছিলেন। টোল প্লাজার কর্মীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তারা কাজে নিযুক্ত থাকলেও, তাদের কোনও রকম ইনক্রিমেন্ট দেওয়া হয়নি। দেওয়া হয়নি কোনও রকম বোনাস। সেজন্যই তারা বিভিন্ন জায়গায় অভিযোগ জানিয়েছিলেন। এমনকি শ্রমিক সংগঠনের কাছেও অভিযোগ জানিয়েছিলেন তারা। কিন্তু বাস্তবে ফল মেলেনি কিছুই। তাই কার্যত কোনরকম উপায় না পেয়ে বোনাসের দাবিতে এদিন বিক্ষোভ সামিল হয়েছিলেন বাঁশকোপা প্লাজার কর্মীরা।
তারা অভিযোগ তুলেছেন, পুজোর আগে তাদের কোনও বোনাস দেওয়া হয়নি। টোল প্লাজায় বিভিন্ন স্তরে কর্মরত কোনও কর্মীকেই পুজোর আগে বোনাস দেওয়া হয়নি বলে অভিযোগ তুলেছেন তারা। প্রসঙ্গত, বাঁশকোপা টোল প্লাজায় প্রায় ৩০০ জন কর্মী রয়েছেন কর্মরত অবস্থায়। কিন্তু তাদের পুজোর আগে বোনাস দেওয়া হয়নি। ফলে তাদের সমস্যার সম্মুখীন হতে হয়েছে। টোল কর্মীদের অভিযোগ, বারবার আবেদন জানিয়েও কোনও রকম ফল মেলেনি। আগের প্রজেক্ট ম্যানেজার সমস্যা সমাধানের আশ্বাস দিলেও, তার জায়গায় অন্য একজন দায়িত্ব নিয়ে এসেছেন।
advertisement
আরও পড়ুনঃ এক বেতনে দুই প্রকল্পের কাজ! পুজোর মুখে বিক্ষোভ সাফাই কর্মীদের
ফলে আশ্বাস মিললেও সমস্যার সমাধান হয়নি এখনও পর্যন্ত। সেজন্যই তারা পুজোর আগে বোনাসের দাবিতে সামিল হয়েছেন। তবে টোল প্লাজার এক আধিকারিক তথা বর্তমান প্রজেক্ট ম্যানেজার জানিয়েছেন, টোল কর্মীদের প্রত্যেক মাসের বেতনের সঙ্গে তাদের বোনাস দিয়ে দেওয়া হয়। বিষয়টি তাদের পে স্লিপ দেখলেই স্পষ্ট হয়ে যাবে। যদিও এই তত্ত্ব মানতে নারাজ টোল কর্মীরা। তাই তারা পুজোর আগে বোনাসের দাবি নিয়ে বিক্ষোভে সামিল হয়েছেন।
advertisement
advertisement
Nayan Ghosh
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Paschim Bardhaman News: পুজোর আগে বোনাস চেয়ে বিক্ষোভ বাঁশকোপা টোল প্লাজার কর্মীদের
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement