আসানসোল চৌরঙ্গী মোড়ে যে আন্ডারপাস রয়েছে, সেখান দিয়ে শহরে প্রত্যেক দিন ছোট বড় গাড়ি যাতায়াত করে। জাতীয় সড়কের সঙ্গে আসানসোল শহরের যোগাযোগ রক্ষা করতে গুরুত্বপূর্ণ এই জায়গাটি। কিন্তু আন্ডারপাসের রাস্তাটিতে তৈরি হয়েছে বড় বড় গর্ত। যার ফলে প্রায় সময় দুর্ঘটনার কবলে পড়ছে ছোট বড় নানান গাড়ি। কখনও কখনও গাড়ির ব্রেক ডাউন হচ্ছে। এলাকার মানুষজন চাইছেন, দ্রুত রাস্তার মেরামতি হোক। কিন্তু বেহাল রাস্তার উপর দিয়ে যাতায়াত করতে হচ্ছে তাদের।
advertisement
আরও পড়ুন: ভয়ঙ্কর মাইথন তো দেখেছেন, কিন্তু সবুজে ভরা এই নতুন রূপ মন ভরিয়ে দেবে
উল্লেখ্য, বেহাল রাস্তার বিষয়টি আগেই লোকালে ১৮ বাংলায় তুলে ধরা হয়েছিল। খবরের জেরে কিছুটা নড়েচড়ে বসেছিল কর্তৃপক্ষ। সে সময় ছাই দিয়ে অস্থায়ীভাবে মেরামত করা হয়েছিল রাস্তা। বন্ধ করা হয়েছিল আন্ডারপাসে তৈরি হওয়া বড় বড় গর্তগুলি। কিন্তু সময় পার হতেই সেই ছাই উড়ে গিয়েছে। ফলে আবার সামনে এসেছে বড় বড় গর্তগুলি। তাছাড়াও এই আন্ডারপাসে কোনও আলোর ব্যবস্থা নেই বলে অভিযোগ স্থানীয়দের। ফলে যাতায়াত করতে গিয়ে আরও সমস্যায় পড়তে হচ্ছে স্থানীয় মানুষজনকে।
আরও পড়ুন: পুজোয় ঘুরে আসুন মাইথন! খরচ মাত্র ২৫০ টাকা! দারুণ থাকা খাওয়ার ব্যবস্থা!
এলাকার মানুষজন বলছেন, দ্রুত এই রাস্তার মেরামতি হোক। স্থায়ীভাবে মেরামত করা হোক আন্ডারপাসের রাস্তাটি। কারণ শহরে প্রবেশ করতে অন্যতম গুরুত্বপূর্ণ চৌরঙ্গী মোড়ের এই আন্ডারপাস। এখান দিয়ে প্রতিদিন ছোট-বড় বহু গাড়িকে যাতায়াত করতে হয়। বাসচালক, বাইক চালকরা সকাল থেকে রাত পর্যন্ত যাতায়াত করেন। কিন্তু বেহাল রাস্তার ফলে দুর্ঘটনা হচ্ছে প্রায়ই। তাছাড়াও এখানে কর্তব্যরত সিভিক ভলান্টিয়ারদেরও দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। তাই দ্রুত আন্ডারপাসের রাস্তাটি স্থায়ীভাবে মেরামত করা হোক বলে দাবি তুলছেন মানুষজন।
নয়ন ঘোষ