Durga Puja Travel 2023: ভয়ঙ্কর মাইথন তো দেখেছেন, কিন্তু সবুজে ভরা এই নতুন রূপ মন ভরিয়ে দেবে
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:NAYAN GHOSH
Last Updated:
দুর্গা পুজোর ছুটিতে চট করে ঘুরে আসতে পারেন মাইথন থেকে। সেখানকার বর্তমান প্রাকৃতিক রূপে আপনার মন ভাল হয়ে যেতে বাধ্য
পশ্চিম বর্ধমান: পুজোর ছুটিতে ঘরে থাকতে মন চাইছে না। আবার পুরো পুজোটা বাইরে গিয়েও কাটাতে চাইছেন না। তাহলে উপায়? দুটোই যদি একসঙ্গে উপভোগ করতে চান তাহলে ঘুরে আসতে হবে আশপাশের কোথাও থেকে। কিন্তু যাবেন কোথায়? এমন পরিস্থিতিতে আপনার গন্তব্য হতে পারে মাইথন। সেখানে একদম কাছে পাবেন দামোদরকে। একসঙ্গে দেখতে পাবেন পাহাড়, বিশাল জলাধার। উপভোগ করতে পারবেন সবুজ প্রকৃতিকে। মনোরম সূর্যোদয়, সূর্যাস্ত মন কেড়ে নেবে।
মাইথন আমাদের কাছে জনপ্রিয় পিকনিক স্পট বলেই পরিচিত। চড়ুইভাতির মরশুমে এখানে থিকথিক করে ভিড়। কিন্তু যদি বর্ষার পর নিজের রূপ মেলে ধরে দামোদরের এই জলাধার। ভারী বৃষ্টি হলে ভয়ঙ্কর রূপ নেয় দামোদর। আবার বর্ষা শেষে ততটাই সুন্দর হয়ে ওঠে এই জায়গা। পর্যটকদের জন্য নিজের রূপের ডালি সাজিয়ে বসে থাকে দামোদর ভ্যালি কর্পোরেশনের অন্তর্গত এই জলাধারটি। মাইথন জলাধরের মাঝেই রয়েছে সবুজদ্বীপ। জলাধারে রয়েছে নৌকাবিহারের সুযোগ। চাইলে আপনি স্পিডবোটেও ঘুরতে পারেন জলাধারে। তাছাড়াও নৌকা বিহার করতে করতে জলাধরের মাঝে অবস্থিত সবুজ দ্বীপে যাওয়ার সুযোগও রয়েছে পর্যটকদের কাছে।
advertisement
advertisement
মাইথন যেতে চাইলে প্রথমেই আপনাকে আসতে হবে আসানসোল। সেখান থেকে আপনি মাইথন যাওয়ার জন্য সরাসরি বাস পেয়ে যাবেন। এছাড়াও আসানসোল স্টেশন অথবা আসানসোল বাস স্ট্যান্ড থেকে অটো রিজার্ভ করে আপনি এখানে পৌঁছতে পারেন। যদি নিজের গাড়ি নিয়ে আসেন, তাহলে আপনাকে আসানসোলের চন্দ্রচূর বাইপাস ধরে এগিয়ে যেতে হবে দেনদুয়া মোড়ের দিকে। সেখান থেকে কল্যাণেশ্বরী মন্দির হয়ে আপনি পৌঁছে যেতে পারেন মাইথন। কাটিয়ে আসতে পারেন সুন্দর একটা বা দুটো দিনের ছুটি।
advertisement
নয়ন ঘোষ
Location :
Kolkata,West Bengal
First Published :
October 11, 2023 7:33 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Durga Puja Travel 2023: ভয়ঙ্কর মাইথন তো দেখেছেন, কিন্তু সবুজে ভরা এই নতুন রূপ মন ভরিয়ে দেবে