আরও পড়ুন: জাতীয় সড়কে মুরগি বোঝাই গাড়ি উল্টে মৃত ২, আহত ১
গত বছর আসানসোলের রামকৃষ্ণ ডাঙ্গাল এলাকায় বিজেপি নেত্রী তথা জিতেন্দ্র তিওয়ারির স্ত্রী চৈতালী তিওয়ারির উদ্যোগে একটি কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই অনুষ্ঠানের সূচনা করে বিরোধী দলনেতা বেরিয়ে যাওয়ার পরই ব্যাপক হুড়োহুড়ি শুরু হয় কয়েক হাজার মানুষের মধ্যে। আর তাতেই পদপৃষ্ঠ হয়ে কয়েকজনের মৃত্যু হয়। মৃতদের পরিবারের তরফ থেকে জিতেন্দ্র ও চৈতালী তিওয়ারি সহ স্থানীয় বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে থানায় এফআইআর করা হয়। সেই অভিযোগের ভিত্তিতেই জিতেন্দ্রকে গ্রেফতার করেছিল পুলিশ।
advertisement
আসানসোল কম্বল কাণ্ডের তদন্ত শুরুর পর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছিল বিনা অনুমতিতেই ওই অনুষ্ঠান করেছিল বিজেপি নেতৃত্ব। তদন্তের স্বার্থে চৈতালী তিওয়ারিকে জেরা ও জিতেন্দ্র তিওয়ারিকে গ্রেফতার করা হয়। পরে অবশ্য হাইকোর্ট থেকে শর্তসাপেক্ষ জামিন পান আসানসোলের প্রাক্তন মেয়র। সেই মামলাতেই বুধবার আসানসোল আদালতে হাজিরা দিতে আসেন জিতেন্দ্র। এদিকে আপাতত বেশিরভাগ সময় কলকাতাতে থাকলেও এদিন আদালতে হাজিরা দিতে এসে তৃণমূলকে তীব্র আক্রমণ করেন জিতেন্দ্র। যদিও মলয় ঘটককে ইডির তলব প্রসঙ্গে তিনি কোনও মন্তব্য করতে চাননি। আগামী ডিসেম্বরে এই মামলায় আবার তাঁকে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক।
নয়ন ঘোষ