TRENDING:

West Bardhaman Kali Puja 2022: স্বপ্নাদেশে তালপাতার ঘরে ছিন্নমস্তার প্রতিষ্ঠা, উগ্রমূর্তির পুজোয় হয় না বলিদান

Last Updated:

West Bardhaman Kali Puja 2022: মানিক লাল আচার্য নিজেই শুরু করেন নিত্যদিনের পুজো। তবে বর্তমানে শারীরিক অসুস্থতার কারণে পরিবারের লোকজনেরাই সামলাচ্ছেন নিত্য দিনের পুজো।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আসানসোল, পশ্চিম বর্ধমান: ১৯৮৪ সালে স্বপ্নাদেশ পেয়ে দেবী ছিন্নমস্তার প্রতিষ্ঠা করেন মানিকলাল আচার্য। পশ্চিম বর্ধমান জেলা ও পুরুলিয়া জেলার সীমান্তবর্তী এলাকায় দামোদরের চরে দেবীর প্রতিষ্ঠা করা হয়। একটি তালপাতার ঘর বানিয়ে তৈরি হয় দেবীর মন্দির। ঘন জঙ্গলের মাঝে পাথর কেটে দেবীমূর্তির প্রতিষ্ঠা করা হয়। তার পর থেকে সময় যত এগিয়েছে, বেড়েছে ছিন্নমস্তা মন্দিরের প্রসার। প্রত্যেক অমাবস্যায় জাঁকজমকের সঙ্গে পুজো করা হয় এখানে। মাঘ মাসে মন্দিরে বাৎসরিক পুজো অনুষ্ঠিত হয়। তখন আশেপাশের বহু মানুষ এখানে পুজো দিতে আসেন। অন্যদিকে দীপান্বিতা অমাবস্যা উপলক্ষে বিশেষ পুজোর আয়োজন করা হয় ছিন্নমস্তা মন্দিরের। তবে দেবী উগ্ররূপী হলেও এই মন্দিরে বলিদান প্রথা প্রচলিত নেই।
advertisement

মানিক লাল আচার্য নিজেই শুরু করেন নিত্যদিনের পুজো। তবে বর্তমানে শারীরিক অসুস্থতার কারণে পরিবারের লোকজনই সামলাচ্ছেন নিত্যদিনের পুজো। দিন যত এগিয়েছে,এই মন্দিরের ঐতিহ্য ছড়িয়ে পড়েছে পার্শ্ববর্তী জেলা সহ পার্শ্ববর্তী রাজ্যেও। এখন দূরদূরান্ত থেকে প্রচুর সাধারণ মানুষ আসেন এই মন্দিরে পুজো দিতে।

আরও পড়ুন :  দুই প্রান্ত থেকে এসেছে জোড়া কালীপ্রতিমা, পুজো শুরু করেন সাধক বামাক্ষ্যাপার প্রধান শিষ্য

advertisement

সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে পাল্টেছে মন্দিরের রূপ। সেখানে তৈরি হয়েছে পাকা মন্দির। ২০১০ সালে এই মন্দিরের আরও ঐতিহ্য বাড়ে। মাঘ মাসে মন্দিরের বাৎসরিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আর এই বাৎসরিক অনুষ্ঠান ঘিরে বসে মেলা। এই মেলা দেখতে ভিড় জমান পার্শ্ববর্তী রাজ্য এবং জেলার বহু সাধারণ মানুষ।

View More

আরও পড়ুন :  দক্ষিণেশ্বরে পুরনো চেহারা, মন্দিরের বাইরে থেকে বালি ব্রিজ পর্যন্ত ভক্তদের ভিড়!

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ধন্বন্তরী দেবীর মন্দির মানেই ৪০০ বছরের ইতিহাস-মাহাত্ম! আলাদা জায়গা করে নিয়েছে ভক্তদের মনে
আরও দেখুন

এই মন্দিরে প্রতি অমাবস্যায় বিশেষ পুজো অনুষ্ঠিত হয়। পাশাপাশি কালীপুজোর দিনেও এই মন্দিরে নিত্যপুজো হয়। তার পর রাতে একটি বিশেষ পুজোর আয়োজন করা হয়। তবে বাৎসরিক পুজো বা দীপান্বিতা অমাবস্যায় কালীপুজোর দিন এই মন্দিরে বলিদান প্রথার প্রচলন নেই। মন্দিরে বলিদান সম্পূর্ণ নিষিদ্ধ।

বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Bardhaman Kali Puja 2022: স্বপ্নাদেশে তালপাতার ঘরে ছিন্নমস্তার প্রতিষ্ঠা, উগ্রমূর্তির পুজোয় হয় না বলিদান
Open in App
হোম
খবর
ফটো
লোকাল