West Bardhaman News: নতুন বছরে বদলে যাচ্ছে পাণ্ডবেশ্বরের চেহারা! একসঙ্গে ২৬টি উন্নয়নমূলক কাজের উদ্বোধন করলেন বিধায়ক, মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্পের সাফল্য
- Published by:Sneha Paul
- local18
Last Updated:
West Bardhaman News: এদিন বিধায়ক বলেন, পাণ্ডবেশ্বর ধীরে ধীরে মডেল পাণ্ডবেশ্বরের রূপ নিচ্ছে। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্পের ছোঁয়া পাণ্ডবেশ্বরের অলিতেগলিতে পৌঁছে যাচ্ছে।
পাণ্ডবেশ্বর, পশ্চিম বর্ধমান, অর্পণ চক্রবর্তীঃ একটি-দু’টি নয়, পাণ্ডবেশ্বরে একসঙ্গে ২৬টি উন্নয়নমূলক কাজের উদ্বোধন। বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী এই উদ্বোধন করেন। প্রকল্পের কাজ হওয়ায় খুশি এলাকার মানুষ। বিধায়ক বলেন, পাণ্ডবেশ্বর আস্তে আস্তে মডেল পাণ্ডবেশ্বরের রূপ নিচ্ছে।
পাণ্ডবেশ্বর বিধানসভার নবগ্রাম গ্রাম পঞ্চায়েতের কুমারডিহি গ্রাম, নবগ্রাম গ্রাম মিলিয়ে এদিন মোট ২৬টি উন্নয়নমূলক কাজের উদ্বোধন করলেন বিধায়ক। বর্তমানে রাজ্যজুড়ে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কাজ জোরকদমে চলছে। থেমে নেই পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরও। এই বিধানসভার প্রত্যেকটি বুথের কাজও একটু একটু করে এগিয়ে চলেছে।
আরও পড়ুনঃ নতুন বছরের শুরুতেই সমুদ্রগড়ে মর্মান্তিক দুর্ঘটনা! বাসের তলায় চাপা পড়ে কৃষকের মৃত্যু, পরিবারে হাহাকার
এদিন নবগ্রামে ড্রেন, রাস্তার আলো সহ বেশ কয়েকটি রাস্তার উদ্বোধন হয়। সেই সঙ্গেই কুমারডিহি গ্রামের ICDS সেন্টারের সীমানা প্রাচীর, স্কুলের স্মার্ট ক্লাস, ধর্মরাজ মন্দির ভাঙনে আটচালা সেড নির্মাণ সহ বিভিন্ন কাজের উদ্বোধন করেন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্লক প্রশাসনের বিভিন্ন আধিকারিক সহ গ্রামবাসী এবং বিশিষ্টজনেরা।
advertisement
advertisement
উদ্বোধন প্রসঙ্গে বিধায়ক বলেন, পাণ্ডবেশ্বর ধীরে ধীরে মডেল পাণ্ডবেশ্বরের রূপ নিচ্ছে। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্পের ছোঁয়া পাণ্ডবেশ্বরের অলিতেগলিতে পৌঁছে যাচ্ছে। পাণ্ডবেশ্বর বিধানসভার সাধারণ মানুষ এই কাজ বেছে নিয়েছেন এবং প্রত্যেকটি কাজ অতি দ্রুত সম্পন্ন হয়ে যাবে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Barddhaman (Bardhaman),Barddhaman,West Bengal
First Published :
Jan 02, 2026 9:06 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bardhaman News: নতুন বছরে বদলে যাচ্ছে পাণ্ডবেশ্বরের চেহারা! একসঙ্গে ২৬টি উন্নয়নমূলক কাজের উদ্বোধন করলেন বিধায়ক, মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্পের সাফল্য









