East Bardhaman News: নতুন বছরের শুরুতেই সমুদ্রগড়ে মর্মান্তিক দুর্ঘটনা! বাসের তলায় চাপা পড়ে কৃষকের মৃত্যু, পরিবারে হাহাকার
- Published by:Sneha Paul
- local18
Last Updated:
East Bardhaman News: জানা গিয়েছে, ধান বিক্রির পর ওই কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকা ১০০০ টাকা কেটে গিয়েছিল। সেকথা জানার পর সাইকেল নিয়ে হেঁটে ব্যাঙ্কে যাচ্ছিলেন। সেই সময়ই ঘটে দুর্ঘটনা।
পূর্বস্থলী, পূর্ব বর্ধমান, নবকুমার রায়ঃ নববর্ষের রেশ এখনও কাটেনি। এর মধ্যেই ঘটে গেল এক মর্মান্তিক পথ দুর্ঘটনা। এক কৃষককে চাপা দিয়ে দেয় একটি বাস। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। মৃতের নাম হাশেম শেখ। শুক্রবার পূর্ব বর্ধমান জেলার সমুদ্রগড় নিমতলা এলাকায় পথ দুর্ঘটনাটি ঘটেছে।
জানা গিয়েছে, ধান বিক্রির পর হাশেম শেখের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকা ১০০০ টাকা কেটে গিয়েছিল। সেকথা জানার পর সাইকেল নিয়ে হেঁটে ব্যাঙ্কে যাচ্ছিলেন তিনি। সেই সময়ই ঘটে যায় দুর্ঘটনা। সমুদ্রগড় নিমতলার কাছে নবদ্বীপ-বর্ধমান রুটের একটি বাস তাঁকে চাপা দিয়ে দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই কৃষকের। তাঁর বাড়ি সমুদ্রগড়ের দক্ষিণবাটি এলাকায়।
আরও পড়ুনঃ প্রকৃতির কোলে মনোরম পিকনিক স্পট! অজয়ের তীরে হইহুল্লোড়ে জমে যাবে চড়ুইভাতি, পরিবারের সঙ্গে ঘুরে আসতে পারেন
ঘটনার কথা জানতে পেরে ঘটনাস্থলে হাজির হয় নাদনঘাট থানার পুলিশ। হাশেম শেখের মৃতদেহ উদ্ধার করে কালনা মহকুমা হাসপাতালে পাঠানো হয়। ঘটনার পর ঘাতক বাসটিকে আটক করেছে নাদনঘাট থানার পুলিশ। শুক্রবার দুপুরে কালনা মহকুমা হাসপাতালে মৃত কৃষকের ময়নাতদন্ত হয়েছে।
advertisement
advertisement
নতুন বছর শুরু হয়েছে সবে দু’দিন। এর মধ্যেই পূর্ব বর্ধমানে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। ব্যাঙ্কে যাওয়ার সময় বাসের তলায় চাপা পড়ে মৃত্যু হল হাশেম শেখ নামে এক কৃষকের। ইতিমধ্যেই ঘাতক বাসটিকে আটক করেছে পুলিশ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Barddhaman (Bardhaman),Barddhaman,West Bengal
First Published :
Jan 02, 2026 8:30 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Bardhaman News: নতুন বছরের শুরুতেই সমুদ্রগড়ে মর্মান্তিক দুর্ঘটনা! বাসের তলায় চাপা পড়ে কৃষকের মৃত্যু, পরিবারে হাহাকার









