Picnic Spot: প্রকৃতির কোলে মনোরম পিকনিক স্পট! অজয়ের তীরে হইহুল্লোড়ে জমে যাবে চড়ুইভাতি, পরিবারের সঙ্গে ঘুরে আসতে পারেন

Last Updated:
Birbhum Picnic Spot: প্রকৃতির কোলে এমন মনোরম পরিবেশে প্রিয়জনদের সঙ্গে সময় কাটাতেই বহু বছর ধরে মানুষ বারবার ফিরে আসছেন অজয় নদের তীরে।
1/5
সুদূর ছোটনাগপুর মালভূমিতে অজয় নদের উৎপত্তি। দীর্ঘদিন ধরে বীরভূম ও দুই বর্ধমানের (পূর্ব ও পশ্চিম) খনি ও শিল্পাঞ্চলের মানুষের সুখ-দুঃখের সাক্ষী এই নদ। সময়ের সঙ্গে রূপ কিছুটা বদলালেও বর্ষবরণে অজয় নদই আজও এলাকার মানুষের সবচেয়ে প্রিয় গন্তব্য হয়ে উঠেছে। (ছবি ও তথ্যঃ সুদীপ্ত গড়াই)
সুদূর ছোটনাগপুর মালভূমিতে অজয় নদের উৎপত্তি। দীর্ঘদিন ধরে বীরভূম ও দুই বর্ধমানের (পূর্ব ও পশ্চিম) খনি ও শিল্পাঞ্চলের মানুষের সুখ-দুঃখের সাক্ষী এই নদ। সময়ের সঙ্গে রূপ কিছুটা বদলালেও বর্ষবরণে অজয় নদই আজও এলাকার মানুষের সবচেয়ে প্রিয় গন্তব্য হয়ে উঠেছে। (ছবি ও তথ্যঃ সুদীপ্ত গড়াই)
advertisement
2/5
নতুন বছরের শুরুতেই অজয় নদের মাঝখানে ও দুই তীরে উপচে পড়ছে মানুষের ভিড়। পরিবার, বন্ধুবান্ধব ও আত্মীয়দের নিয়ে চড়ুইভাতিতে মেতে উঠেছেন বহু মানুষ। কয়েকদিনের মধ্যেই উৎসবের আমেজে অজয় নদ ফিরে পাচ্ছে তার চেনা ছন্দ এবং নতুন প্রাণ।
নতুন বছরের শুরুতেই অজয় নদের মাঝখানে ও দুই তীরে উপচে পড়ছে মানুষের ভিড়। পরিবার, বন্ধুবান্ধব ও আত্মীয়দের নিয়ে চড়ুইভাতিতে মেতে উঠেছেন বহু মানুষ। কয়েকদিনের মধ্যেই উৎসবের আমেজে অজয় নদ ফিরে পাচ্ছে তার চেনা ছন্দ এবং নতুন প্রাণ।
advertisement
3/5
বীরভূম ও বর্ধমানের সীমান্তবর্তী অজয় নদের দুই পাশে রয়েছে একাধিক দেবদেবীর প্রাচীন মন্দির। একসময় এই মন্দিরগুলি মূলত বার্ষিক উৎসবের সময়েই জমজমাট থাকত। বর্তমানে পিকনিক স্পট হিসেবে অজয়ের জনপ্রিয়তা বাড়ায় বছরের অন্যান্য দিনেও এই মন্দির ও ঐতিহ্যবাহী স্থানগুলিতে মানুষের আনাগোনা বেড়েছে।
বীরভূম ও বর্ধমানের সীমান্তবর্তী অজয় নদের দুই পাশে রয়েছে একাধিক দেবদেবীর প্রাচীন মন্দির। একসময় এই মন্দিরগুলি মূলত বার্ষিক উৎসবের সময়েই জমজমাট থাকত। বর্তমানে পিকনিক স্পট হিসেবে অজয়ের জনপ্রিয়তা বাড়ায় বছরের অন্যান্য দিনেও এই মন্দির ও ঐতিহ্যবাহী স্থানগুলিতে মানুষের আনাগোনা বেড়েছে।
advertisement
4/5
বর্ষবরণ উপলক্ষে অজয় পাড়ে বসেছে ছোট-বড় নানা অস্থায়ী দোকান। খাবারের দোকান থেকে শুরু করে বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রীর পসরা সাজিয়ে বসেছেন স্থানীয় ব্যবসায়ীরা। এর ফলে উৎসবের আনন্দের পাশাপাশি এলাকার মানুষের রোজগারের সুযোগও তৈরি হচ্ছে।
বর্ষবরণ উপলক্ষে অজয় পাড়ে বসেছে ছোট-বড় নানা অস্থায়ী দোকান। খাবারের দোকান থেকে শুরু করে বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রীর পসরা সাজিয়ে বসেছেন স্থানীয় ব্যবসায়ীরা। এর ফলে উৎসবের আনন্দের পাশাপাশি এলাকার মানুষের রোজগারের সুযোগও তৈরি হচ্ছে।
advertisement
5/5
পিকনিকে আসা মানুষের মতে, অজয় নদের সবচেয়ে বড় আকর্ষণ তার শান্ত ও দূষণহীন পরিবেশ। নদের দুই পাড়ে কৃষিজীবী মানুষের বসবাস এবং নদের জলকে কেন্দ্র করে শাকসবজি চাষ হওয়ায় কাঁচা সবজির সহজলভ্যতাও রয়েছে। প্রকৃতির কোলে এমন মনোরম পরিবেশে প্রিয়জনদের সঙ্গে সময় কাটাতেই বহু বছর ধরে মানুষ বারবার ফিরে আসছেন অজয় নদের তীরে। (ছবি ও তথ্যঃ সুদীপ্ত গড়াই)
পিকনিকে আসা মানুষের মতে, অজয় নদের সবচেয়ে বড় আকর্ষণ তার শান্ত ও দূষণহীন পরিবেশ। নদের দুই পাড়ে কৃষিজীবী মানুষের বসবাস এবং নদের জলকে কেন্দ্র করে শাকসবজি চাষ হওয়ায় কাঁচা সবজির সহজলভ্যতাও রয়েছে। প্রকৃতির কোলে এমন মনোরম পরিবেশে প্রিয়জনদের সঙ্গে সময় কাটাতেই বহু বছর ধরে মানুষ বারবার ফিরে আসছেন অজয় নদের তীরে। (ছবি ও তথ্যঃ সুদীপ্ত গড়াই)
advertisement
advertisement
advertisement