পাণ্ডবেশ্বর বিধানসভার নবগ্রাম গ্রাম পঞ্চায়েতের কুমারডিহি গ্রাম, নবগ্রাম গ্রাম মিলিয়ে এদিন মোট ২৬টি উন্নয়নমূলক কাজের উদ্বোধন করলেন বিধায়ক। বর্তমানে রাজ্যজুড়ে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কাজ জোরকদমে চলছে। থেমে নেই পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরও। এই বিধানসভার প্রত্যেকটি বুথের কাজও একটু একটু করে এগিয়ে চলেছে।
advertisement
এদিন নবগ্রামে ড্রেন, রাস্তার আলো সহ বেশ কয়েকটি রাস্তার উদ্বোধন হয়। সেই সঙ্গেই কুমারডিহি গ্রামের ICDS সেন্টারের সীমানা প্রাচীর, স্কুলের স্মার্ট ক্লাস, ধর্মরাজ মন্দির ভাঙনে আটচালা সেড নির্মাণ সহ বিভিন্ন কাজের উদ্বোধন করেন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্লক প্রশাসনের বিভিন্ন আধিকারিক সহ গ্রামবাসী এবং বিশিষ্টজনেরা।
উদ্বোধন প্রসঙ্গে বিধায়ক বলেন, পাণ্ডবেশ্বর ধীরে ধীরে মডেল পাণ্ডবেশ্বরের রূপ নিচ্ছে। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্পের ছোঁয়া পাণ্ডবেশ্বরের অলিতেগলিতে পৌঁছে যাচ্ছে। পাণ্ডবেশ্বর বিধানসভার সাধারণ মানুষ এই কাজ বেছে নিয়েছেন এবং প্রত্যেকটি কাজ অতি দ্রুত সম্পন্ন হয়ে যাবে।
