North 24 Parganas News: দুই প্রান্ত থেকে এসেছে জোড়া কালীপ্রতিমা, পুজো শুরু করেন সাধক বামাক্ষ্যাপার প্রধান শিষ্য

Last Updated:

North 24 Parganas Kali Puja 2022: দুই প্রান্ত থেকে এসেছে দুই কালী, পুজো শুরু করেন সাধক বামাক্ষ্যাপার প্রধান শিষ্য

তান্ত্রিক মতে দুই মায়ের পুজো করা হয়
তান্ত্রিক মতে দুই মায়ের পুজো করা হয়
রুদ্রনারায়ণ রায়, উত্তর ২৪ পরগনা: মহারাষ্ট্রের আদিবাসীদের অধিষ্ঠাত্রী কষ্টিপাথরের আনন্দময়ী কালী আজও পূজিত হন মহাসাধক তারাক্ষ্যাপার জোড়া কালী মন্দিরে। সাধক বামাক্ষ্যাপার অন্যতম প্রধান শিষ‍্য ছিলেন মহাসাধক তারাক্ষ‍্যাপা। শোনা যায়, প্রায় হাজার বছর আগে যখন ভারতীয় মূল ভূখণ্ডে একের পর এক মন্দির ধ্বংস করা হচ্ছিল, সেই সময় মহারাষ্ট্রের এক প্রাচীন মন্দিরের কষ্টিপাথরের এক কালীকে জঙ্গলের ভিতরে এক গুহায় লুকিয়ে রাখা হয়েছিল। পরবর্তীকালে সেই জঙ্গলে বসবাসকারী আদিবাসীরা সেই কালীকে গুহা থেকে খুঁজে পান। তার পরে তাঁরাই শুরু করেন মায়ের পুজো।
এর পর, মহারাষ্ট্রের অধুনা পুনে শহরের কাছে সেই জঙ্গল থেকে আদিবাসীদের সেই কালীকে খুঁজে পান বাংলাদেশের সাতক্ষীরার জমিদার বংশোদ্ভূত পুণায় নিযুক্ত এক ফরেস্ট অফিসার। তার পর তিনি সেই মূর্তি নিয়ে গিয়ে সাতক্ষীরায় নিজের বাড়িতে প্রতিস্থাপন করেন। সেই মূর্তি দেখতে পান সাধক বামাক্ষ্যাপার প্রধান শিষ‍্য তথা বসিরহাটের স্বরূপনগর ব্লকের হঠাৎগঞ্জের বাসিন্দা তারাক্ষ্যাপা।
advertisement
তখন তিনি ওই ফরেস্ট অফিসারকে ওই মূর্তি স্থাপন করতে নিষেধ করেন এবং তিনি এও বলেন যদি এই মূর্তি বাড়িতে পুজো করা হয় তাহলে গ্রামে নামবে মহামারি ও ক্ষতি হবে তাঁর পরিবারেরও। সেই আদেশ দিয়ে তারাক্ষ্যাপা তীর্থ করতে ভারত ভ্রমণে বেরিয়ে পড়েন। আর এদিকে তারাক্ষ‍্যাপার কথাকে অমান্য করে বাড়িতে মূর্তি প্রতিস্থাপনের পর সাতক্ষীরার সেই গ্রামে শুরু হয়ে যায় মহামারি এবং একের পর এক পরিবারের লোককে হারিয়ে সর্বস্বান্ত হন ওই ফরেস্ট অফিসারও।
advertisement
advertisement
আরও পড়ুন : আজ রাতে কালীপুজো, কত ক্ষণ থাকবে অমাবস্যা, জানুন পঞ্জিকা কী বলছে
তার পর তিনি জানতে পারেন তারাক্ষ্যাপা রয়েছেন বারাণসীতে। সেখানে গিয়ে তারাক্ষ্যাপাকে অনুরোধ করেন ওই মূর্তিটি নিজের কাছে রাখার জন্য। কথা মতো তারাক্ষ‍্যাপা সাতক্ষীরার ওই বাড়ি থেকে কষ্টিপাথরের কালী মাকে নিয়ে আসেন অধুনা বসিরহাটের ছ'নম্বর ওয়ার্ডের ইছামতী নদী সংলগ্ন আশ্রমপাড়া শ্মশানে। সেখানে তারাক্ষ্যাপা ওই মূর্তিকে আনন্দময়ী রূপে প্রতিষ্ঠা করেন।
advertisement
অপরদিকে, ভবানী পাঠকের কাছে ছিল এক কাঠের তারা মায়ের মূর্তি।  তার পর তিনি দারস্থ হন তারাক্ষ্যাপার কাছে। তারাক্ষ্যাপা সেই তারা মাকে নিয়ে আসেন নিজের বসিরহাটের বাড়িতে। পরে তারাক্ষ্যাপা নিম কাঠের তৈরি ওই তারা মাকে প্রতিষ্ঠা করেন ওই একই জায়গায় কষ্টিপাথরের কালী মায়ের পাশে। তারপর থেকেই ওই এলাকাটি জোড়া কালী মন্দির নামে পরিচিত। যেখানে রয়েছে কষ্টিপাথরের আনন্দময়ী কালীমা ও তার পাশে রয়েছে নিম কাঠের তারা মা।
advertisement
আরও পড়ুন :  কালীপুজোর রাতে রসনাতৃপ্তিতে পাতে পড়ুক যজ্ঞি বাড়ির পাঁঠার মাংস, রইল রেসিপি
এই দুই মন্দিরে শ্যামা পুজোর দিন সাড়ম্বরে প্রথা মেনে পুজো করতেন মণি মোহন গোস্বামী ওরফে তারাক্ষ‍্যাপা। সেই প্রথা আজও চলে আসছে। আজও তান্ত্রিক মতে দুই মায়ের পুজো করা হয়। মাকে ভোগ দেওয়া হয় ইছামতীর মাছ, খাসির মাংস ও হাঁসের ডিম। পাশাপাশি শ্যামা পুজোর দিন বলি প্রথারও প্রচলন রয়েছে। এই পুজোর প্রবর্তক তথা তারাক্ষ্যাপার সমাধি আজও সেখানকার তারাতীর্থ মায়ের মন্দিরের নীচে অধিষ্ঠিত রয়েছে। যা আগত ভক্তদের কাছে এক হয়ে উঠেছে পুণ্যতীর্থ।
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: দুই প্রান্ত থেকে এসেছে জোড়া কালীপ্রতিমা, পুজো শুরু করেন সাধক বামাক্ষ্যাপার প্রধান শিষ্য
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement