West Medinipur News: পেশাদারদের পাশাপাশি মঞ্চে অভিনয় পড়ুয়াদের, তিন দিনের নাট্য উৎসব বেলদায়! জানুন চলবে কতদিন
- Reported by:Ranjan Chanda
- hyperlocal
- Published by:Madhab Das
Last Updated:
West Medinipur News: সমাজ বদলাতে পারে নাটক। মানুষের ভাব, সমাজের নানা বক্তব্য তুলে ধরে নাটক। তবে বর্তমান দিনে সভ্যতার উন্নতিতে হারিয়ে যাচ্ছে সংস্কৃতি চর্চা। তবে মোবাইল থেকে মানুষকে সচেতন করতে এবং সংস্কৃতি ধারাকে বহমান রাখতে বিশেষ উদ্যোগ।
বেলদা, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: সমাজ বদলাতে পারে নাটক। মানুষের ভাব, সমাজের নানা বক্তব্য তুলে ধরে নাটক। তবে বর্তমান দিনে সভ্যতার উন্নতিতে হারিয়ে যাচ্ছে সংস্কৃতি চর্চা। তবে মোবাইল থেকে মানুষকে সচেতন করতে এবং সংস্কৃতি ধারাকে বহমান রাখতে বিশেষ উদ্যোগ। বেশ কয়েকজন শিক্ষক এবং সংস্কৃতি মনস্ক ব্যক্তি মিলে গড়ে তুলেছেন নাটকের দল। পরপর দুবছর ধরে প্রান্তিক এলাকায় করছেন নাটকের উৎসব। শুক্রবার থেকে শুরু হয়েছে চলতি বছরের নাট্য উৎসব। যেখানে পেশাগত দলের পাশাপাশি বিদ্যালয়ের পড়ুয়ারা অংশ নিয়েছে।
সুকৃৎ নাট্যধারার উদ্যোগে পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা অডিটোরিয়াম হলে শুরু হয়েছে তিন দিনের এক বর্ণাঢ্য ও আকর্ষনীয় নাট্য উৎসব। চলতি বছর দ্বিতীয় বছরে পদার্পন করেছে এই সাংস্কৃতিক আয়োজন। নাট্যপ্রেমী এবং সংস্কৃতিমনস্ক ব্যক্তিদের কাছে ইতিমধ্যে বেশ আগ্রহ ও আনন্দের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। এই নাট্য উৎসবের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হল ছাত্রছাত্রীদের সক্রিয় অংশগ্রহণ। এলাকার বেশ কয়েকটি বিদ্যালয়ের পড়ুয়ারা নিজেদের পরিকল্পনা ও পরিশ্রমে প্রস্তুত করা নাটক মঞ্চস্থ করেছে। এই নাটকগুলোর মাধ্যমে নানা সমস্যা, মানবিক মূল্যবোধ, সামাজিক দায়বদ্ধতা, পরিবেশ সচেতনতা, সমসাময়িক নানা চিত্র তুলে ধরেছে পড়ুয়ারা।
advertisement
advertisement
শুধু পড়ুয়াদের নাটকই নয়, তিনদিনের এই নাট্য- উৎসবে অংশ নিচ্ছে কলকাতা, হুগলি সহ মেদিনীপুর থেকে আসা একাধিক অভিজ্ঞ ও পেশাগত নাট্যদল। শিক্ষার্থী ও পেশাদার শিল্পীদের একই মঞ্চে অভিনয় দর্শকদের জন্য এক অনন্য অভিজ্ঞতা এনে দিয়েছে। তিনদিনের এই নাট্য উৎসব প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে সূচনা করেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব যুগজিৎ নন্দ, নারায়ণগড় বিধানসভার বিধায়ক সূর্যকান্ত অট্ট-সহ প্রমুখ।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
শুক্রবার থেকে শুরু হওয়া এই নাট্য উৎসব চলবে আগামী রবিবার পর্যন্ত। আয়োজকদের কথায়, ছাত্রছাত্রী থেকে সকলকে মোবাইলের আসক্তি থেকে মুক্তি দিতে এই আয়োজন। তিনদিনই সন্ধ্যা থেকে থাকছে একাধিক উপস্থাপনা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Paschim Medinipur,West Bengal
First Published :
Dec 27, 2025 6:09 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Medinipur News: পেশাদারদের পাশাপাশি মঞ্চে অভিনয় পড়ুয়াদের, তিন দিনের নাট্য উৎসব বেলদায়! জানুন চলবে কতদিন









