বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্রে খবর পাওয়া গিয়েছে, শুরুর দিকে প্রাথমিকভাবে তিন দিন নতুন রুটে চালানো হবে বিমান। উড়ান সংস্থা ইন্ডিগোর পক্ষ থেকে নতুন রুটে বিমান চালানো হবে। বিমানটি রাজস্থানের জয়পুর থেকে অন্ডালের উদ্দেশ্যে উড়ান শুরু করবে। পথে পটনায় থামবে বিমানটি। সেখানে আধ ঘণ্টার বিরতির পরে আবার ফিরে আসবে অন্ডাল। একইভাবে কাজী নজরুল বিমানবন্দর থেকে বিমানটি যাত্রা শুরু করে প্রথমে থামবে পটনায়। তারপর সেই বিমানটি আবার পৌঁছে যাবে জয়পুর। বিমানটির জয়পুর থেকে অন্ডাল পৌঁছতে সময় লাগবে সাড়ে তিন ঘণ্টা। যদিও পটনায় থাকবে আধ ঘণ্টা বিরতি। অন্যদিকে দুর্গাপুর থেকে জয়পুর ফেরার পথে বিমানটির সময় লাগবে ৩ ঘণ্টা ৫০ মিনিট। যার মধ্যে পটনায় থাকবে আধঘণ্টার স্টপওভার।
advertisement
আরও পড়ুন- ওপার বাংলার স্বাদ এপার বাংলায়! ঢাকাই কষা মাংসের রেসিপি ভাগ করে নিল শহরের পাঁচতারা হোটেল
বিমান বন্দর সূত্রে জানা গিয়েছে, ৩০ মে থেকে পরিষেবা শুরু হবে। পরিষেবার দিন বিমানটি যাত্রা শুরু করবে জয়পুর থেকে। ওইদিন বেলা ১২ টা নাগাদ বিমানটি জয়পুর থেকে উড়ান শুরু করবে। পটনা পৌঁছবে ১ টা ৪০ মিনিটে। তারপর পটনায় ৩০ মিনিটের বিরতি নিয়ে বিমানটি সেখানে উড়বে ২ টো ১৫ মিনিটে। তারপর অন্ডালের কাজী নজরুল বিমানবন্দরে পৌঁছবে ৩ টে ৩০ মিনিট নাগাদ। আবার অন্ডাল থেকে পটনার দিকে বিমানটি যাত্রা শুরু করবে বিকেল চারটের সময়। পটনা পৌঁছবে ৫ টা ২৫ মিনিটে। পটনা থেকে বিমানটি আবার জয়পুরের দিকে উড়ে যাবে ৫ টা ৫৫ মিনিট নাগাদ। সূচি অনুযায়ী বিমানটির সন্ধে ৭ টা বেজে ৫০ মিনিটে জয়পুর পৌঁছে যাওয়ার কথা।
আরও পড়ুন- বাস চালাতে চালাতে ফোনে কথা চালকের ! নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা বাসের
বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্রে খবর পাওয়া গিয়েছে, প্রাথমিকভাবে বিমানটি তিন দিন এই রুটে চালানো হবে। মঙ্গল, বৃহস্পতি এবং শনিবার অন্ডাল - জয়পুরের মধ্যে পরিষেবা দেবে ইন্ডিগোর বিমানটি। পরবর্তী ক্ষেত্রে যাত্রীদের সংখ্যা বাড়লে, যাত্রীদের থেকে ভাল সাড়া পাওয়া গেলে, সপ্তাহের প্রতিদিনই উড়ান শুরু করার কথা। নতুন এই রুটে বিমান চলাচলের ফলে পশ্চিম বর্ধমান ছাড়াও পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূমের মানুষ উপকৃত হবেন। অন্যদিকে এই রুটে বিমান চালানোর জন্য, কলকাতা বিমানবন্দরের ওই রুটে কিছুটা চাপ কমবে বলে আশা করা হচ্ছে।
Nayan Ghosh






