হাওড়াগামী লাইনের ওপর কার্যত ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে একটি ট্যাংকার বিকল হয়ে যাওয়ার ফলে। খবর যায় রেলের উচ্চপদস্থ কর্তাদের কাছেও। বেশ কয়েক ঘন্টা চেষ্টা পর ওই ট্যাঙ্কারটিকে রেললাইন থেকে সরানো সম্ভব হয়েছে। তারপরে শুরু হয়েছে ট্রেন চলাচল। তবে দীর্ঘক্ষণ ট্রেন দাঁড়িয়ে থাকার ফলে রেলের সময়সূচীতে ব্যাঘাত ঘটেছে এদিন। জানা গিয়েছে, বুদবুদের মানকর স্টেশন ঢোকার মুখে রায়পুর সংলগ্ন রেল গেটের রেল লাইনের উপর একটি ট্যাঙ্কার আটকে পড়ে।
advertisement
আরও পড়ুনঃ আইসিএসই পরীক্ষায় তৃতীয় স্থানে জেলার দুই পড়ুয়া
ফলে দিল্লি থেকে হাওড়া গামী লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। বুধবার সকাল সাড়ে দশটা নাগাদ এই ঘটনার জেরে পানাগড় স্টেশন, দুর্গাপুর স্টেশন সহ বিভিন্ন স্টেশনে আটকে পড়ে বহু যাত্রীবাহী হাওড়া ও শিয়ালদহ গামী ট্রেন। খবর পেয়ে বুদবুদ খানার পুলিশ সহ রেলের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছন। তারপর রেল লাইনের ওপর আটকে যাওয়া ট্যাঙ্কারটিকে অন্যত্র সরানোর চেষ্টা চালায়। এই ঘটনার জেরে কলকাতাগামী সমস্ত দূর পাল্লা ট্রেন, এক্সপ্রেস ট্রেন ও লোকাল ট্রেন বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ে।
আরও পড়ুনঃ মাস্ক, ভ্যাকসিনে অনীহা বাড়াচ্ছে জেলার করোনা বিপদ
পানাগড় স্টেশনেও দাঁড়িয়ে পড়ে বহু ট্রেন। যাত্রীরা জানিয়েছেন, এই ঘটনার জন্য বহু যাত্রীরা সময় মতো গন্তব্যে পৌঁছতে পারেন নি। অগত্যা অনেককেই ট্রেন থেকে নেমে নিজেদের গন্তব্যের উদ্দেশ্যে পাড়ি দিয়েছেন। এদিন দুপুর পৌনে ১টা নাগাদ ট্যাংকারটিকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়। তারপর ওই লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক করেন রেলের আধিকারিকরা।
Nayan Ghosh