একটি অঙ্কন সংস্থার উদ্যোগে স্থানীয় প্রতিভাদের স্বীকৃতি দেওয়া হল এভাবে। যেখানে পেন্সিল আর্ট, অয়েল আর্ট, প্যাস্টেল আর্ট-সহ বিভিন্ন রকমের ছবি রয়েছে। সেখানে আয়োজকরা তো উপস্থিত রয়েছেনই, পাশাপাশি থাকছেন চিত্রশিল্পীরাও। ছবিগুলির বিশেষত্ব বুঝিয়ে দিচ্ছেন তাঁরা। ছবিগুলি আঁকতে কী কী জিনিস ব্যবহার করা হয়েছে, সেই সমস্ত বিষয়েও বিবরণ দিচ্ছেন তারা।
আরও পড়ুন: ২০ দিন বয়সি অসুস্থ কন্যাসন্তানকে হত্যার দায়ে গ্রেফতার তরুণী মা
advertisement
আরও পড়ুন: ‘জয় মা কালী’- আলোর মালা, কালীঘাটের মতো তোরণে সাজছে ধন্বন্তরী কালী মন্দির
উল্লেখ্য, আসানসোলের বিদ্যাসাগর আর্ট গ্যালারিতে বছরের বিভিন্ন সময় নানা ধরনের প্রদর্শনীর আয়োজন করা হয়। আর সেখানেই শীতের শুরুতে আয়োজন করা হয়েছে বিশেষ এই চিত্র প্রদর্শনীর। যে সংস্থার উদ্যোগে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে, সেখানকার যে সমস্ত শিক্ষার্থীরা রয়েছেন, তাঁদের হাতে তৈরি বিভিন্ন চিত্রও এই প্রদর্শনীতে তুলে আনা হয়েছে।
স্থানীয় এলাকা অর্থাৎ আসানসোল-সহ চিত্তরঞ্জন, বার্নপুর, সালানপুর, কুলটি, রানীগঞ্জ এবং অন্যান্য এলাকার বিভিন্ন চিত্র শিল্পীদের ছবি এই প্রদর্শনীতে আনা হয়েছে। এই প্রদর্শনী একেবারেই বিনামূল্যে দেখতে পারবেন যে কোনও মানুষ, এবং নির্দিষ্ট সময়ের জন্য আর্ট গ্যালারি খোলা থাকবে সমস্ত দর্শকদের জন্য।
Nayan Ghosh