অন্যদিকে, শহিদ দিবস উপলক্ষে বিভিন্ন সহায়তা কেন্দ্র গঠন করেছিল তৃণমূল। যাতে করে জেলা এবং অন্যান্য জেলা থেকে আগত তৃণমূল কর্মী, সমর্থকদের রাস্তায় সমস্যায় পড়তে না হয়, তার জন্য এই সহায়তা কেন্দ্রগুলি গঠন করা হয়েছিল তৃণমূলের পক্ষ থেকে।
আরও পড়ুনঃ মহা ফাঁপরে পড়ল রেল! হিমসিম খেলেন রেলের আধিকারিকরা!
advertisement
যেখানে প্রাথমিক চিকিৎসা, এম্বুলেন্স সহ বিভিন্ন রকম ব্যবস্থা রাখা হয়েছিল। মূলত জাতীয় সড়কের পাশে এই সমস্ত সহায়তা কেন্দ্রগুলির ব্যবস্থা করা হয়েছিল তৃণমূলের পক্ষ থেকে। অন্যদিকে রেল স্টেশনগুলিতেও তৃণমূলের কর্মী সমর্থকদের হাজির থাকতে দেখা গিয়েছে অন্যান্য যাত্রীদের সাহায্য করার জন্য।
আরও পড়ুনঃ আইসিএসই পরীক্ষায় তৃতীয় স্থানে জেলার দুই পড়ুয়া
তারা দলের কর্মী সমর্থকদের বুকে ব্যাচ লাগিয়ে দিয়েছেন, ট্রেনে উঠতে সাহায্য করেছেন। তৃণমূল কর্মীরা এদিন ধর্মতলায় পাড়ি জমিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের শহিদ দিবসের বক্তব্য শুনতে।
Nayan Ghosh