TRENDING:

Paschim Bardhaman: অমরনাথ গিয়ে চরম বিপদে আসানসোলের ১২ যুবক!

Last Updated:

গিয়েছিলেন পূণ্য অর্জনের আশায় অমরনাথ দর্শন করতে। কিন্তু মেঘভাঙা বৃষ্টিতে অমরনাথ দর্শনে গিয়ে প্রাণ গিয়েছে অনেকজনের। বহু মানুষ কোনওরকমে বরাত জোরে প্রাণ রক্ষা পেয়েছেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#আসানসোল : গিয়েছিলেন পূণ্য অর্জনের আশায় অমরনাথ দর্শন করতে। কিন্তু মেঘভাঙা বৃষ্টিতে অমরনাথ দর্শনে গিয়ে প্রাণ গিয়েছে অনেকজনের। বহু মানুষ কোনওরকমে বরাত জোরে প্রাণ রক্ষা পেয়েছেন। বহু মানুষ বিচ্ছিন্ন হয়ে গিয়েছেন পরিবার, পরিজনদের থেকে। তেমনই অমরনাথ দর্শনে গিয়ে কোনওরকমে প্রাণে রক্ষা পেয়েছেন আসানসোলের ১২ জন যুবক। গত ৪ তারিখ তারা অমরনাথ দর্শনে বেরিয়েছিলেন। দর্শনও সেরে ফেলেছিলেন। কিন্তু ফেরার পথে বিপত্তি। হড়পা বানে তারা প্রাণে রক্ষা পেলেও বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন। জানা গিয়েছে, আসানসোলের নেতাজি স্পোর্টিং ক্লাবের ১২ জন সদস্য চলতি মাসের চার তারিখে অমরনাথ যাত্রার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। দলে ছিলেন শ্যামলেন্দু রায়, অমিত রায়, বাপ্পা সামন্ত সহ আরও বেশ কয়েকজন। সুস্থ ভাবে তারা অমরনাথ পৌঁছে গিয়েছিলেন। অমরনাথ লিঙ্গ দর্শনের পর ফিরছিলেন তারা। হঠাৎই সে সময় বিপত্তি। হড়পা বানে ভেসে যায় সবকিছু। তবে শেষ পাওয়া খবর পর্যন্ত জানা গেছে, আপাতত আসানসোলের যুবক দলের সকলে সুস্থ আছেন। তবে ১২ জন বিচ্ছিন্ন অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন বলে খবর পাওয়া গিয়েছে। ১২ জনের মধ্যে দু একজন কোনওক্রমে বাড়িতে খবর পাঠিয়েছেন। নিজেদের সুস্থ থাকার কথা জানিয়েছেন। পাশাপাশি জানিয়েছেন ভয়ংকর অভিজ্ঞতার কথা।
advertisement

১২ সদস্যের দলের একজন শ্যামলেন্দু রায় তার বাড়িতে ফোন করে জানিয়েছেন, তারা অমরনাথ দর্শনের পর কিছুটা নিচে নেমে এসে লঙ্গরখানায় দুপুরের খাবার খাচ্ছিলেন। হঠাৎ করে তারা শুনতে পান 'ভাগো, ভাগো'। তখন তারা পড়িমরি করে লঙ্গরখানার বাইরে ছুটে আসেন। তখন দেখতে পান পাহাড় থেকে বিশাল জলরাশি ছোট-বড় বহু পাথর সঙ্গে নিয়ে নিচের দিকে নেমে আসছে। সঙ্গে সঙ্গেই তারা উপরের দিকে উঠতে চেষ্টা করেন। সঙ্গে থাকা অন্যান্য দু একজন জলের তোড়ে ভেসে চলে যান। যখন তারা খাওয়া শুরু করতে লঙ্গরখানায় ঢোকেন, তখনই তারা দেখেন প্রচুর পরিমাণে বৃষ্টি। তবে তাদের এমন ভয়ংকর পরিস্থিতির মুখোমুখি হতে হবে বলে আশঙ্কা করেননি তারা।

advertisement

আরও পড়ুনঃ জন্মদিনে কেক কেটে জ্যোতি বসুকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ শিল্পী সুশান্ত রায়ের

আসানসোলের ওই দলের বেশ কয়েকজন সদস্য জানিয়েছেন, তাদের ব্যাগ পত্র, টাকা-পয়সা সব জলের তোড়ে ভেসে চলে গিয়েছে। তারা পাহাড়ে ওপর দিকে ওঠার সময় কেউ কেউ আছড়ে পড়ে গিয়েছেন। যদিও তারা উপরের দিকে ওঠার পর বিভিন্ন তাবুতে আশ্রয় নিয়েছেন। পুলিশ এবং সেখানে থাকা উদ্ধারকারী দলের সদস্যরা যাদের যেদিকে পাঠিয়েছেন, সেখানে গিয়ে তারা আশ্রয় নিয়েছেন। ফোনে নেটওয়ার্ক না থাকা, ফোনের চার্জ না থাকার ফলে বাড়িতে যোগাযোগ করতে গিয়ে চরম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাদের। যদিও মাঝে মধ্যে পুলিশ কর্মী এবং উদ্ধারকারী দলের সদস্যদের কাছে ফোন নিয়ে বাড়িতে যোগাযোগ করে নিজেদের প্রাণে বেঁচে থাকার খবরটুকু পাঠাচ্ছেন, যাতে করে বাড়ির লোকের দুশ্চিন্তা দূর হয়।

advertisement

View More

আরও পড়ুনঃ যাত্রাশিল্পের উন্নতির জন্য বুকিং সেন্টার বাড়ানোর নিদান

অন্যদিকে এই খবর পাওয়ার পর থেকে ব্যাপকভাবে উদগ্রীব রয়েছেন পরিবারের সদস্যরা। ফোনে সামান্য কথা বলতে পারলেও, দলের সব সদস্যরা এখনও বাড়ির সঙ্গে যোগাযোগ করে উঠতে পারেননি। বাড়ির লোকজন প্রার্থনা করছেন, তাদের ছেলেরা সুস্থ অবস্থায় দ্রুত বাড়ি ফিরে আসুক। আর সর্বক্ষণ নজর রেখে চলেছেন সংবাদ মাধ্যমে। পাশাপাশি পরিবারের সদস্যদের খোঁজখবর নিতে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগের চেষ্টা চালাচ্ছেন তারা।

advertisement

Nayan Ghosh

বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Paschim Bardhaman: অমরনাথ গিয়ে চরম বিপদে আসানসোলের ১২ যুবক!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল