শুধু রাস্তার জঙ্গলই নয় এদিন বাড়ির আশে পাশের জঙ্গল কেটে সাফাই কর্মীদের দিয়ে সেই ওয়ার্ডের নোংরা আবর্জনাগুলো ট্রাক্টর দিয়ে তুলে ফেলারও ব্যবস্থা করলেন গৌরাঙ্গ বাবু। উল্লেখ কালিয়াগঞ্জের ১০ নম্বর ওয়ার্ড সাহা পাড়া প্রতি বছর বর্ষা আসতেই ঝোপ ঝাড় জঙ্গলে ভরে যায়। পৌরসভার কোন সাফাই কর্মী এই ওয়ার্ডের জঙ্গল পরিষ্কার করতে তেমন আসেননা বলে দীর্ঘদিন ধরে অভিযোগ এলাকার সাধারণ মানুষের।
advertisement
আরও পড়ুন ঃ স্কুল চলাকালীন বড়সড় দুর্ঘটনা! ছাদের চাঙর ভেঙে জখম ৫ পড়ুয়া
এমন পরিস্থিতিতে সাফাই কর্মী ছাড়াই নিজেই ওয়ার্ড পরিষ্কার রাখতে কর্মী সমর্থকদের নিয়ে হাঁসুয়া হাতে ওয়ার্ড পরিষ্কার করার অভিযানে নেমেছেন গৌরাঙ্গ দাস। এলাকার সাধারণ মানুষ জানান বর্ষার মরশুমে এখন সাপের প্রবল আতঙ্ক। সন্ধ্যার পর রাস্তায় পা ফেলতে ভয় পান তারা। সন্ধ্যে নামতেই সাপের ভয়ে এই এলাকায় কেউ পা রাখেনা। এদিন ওয়ার্ড কাউন্সিলরকে হাঁসুয়া হাতে ওয়ার্ড পরিষ্কার করতে দেখে কিছুটা অবাক হয়ে যান ওয়ার্ডবাসী।
এদিন গৌরাঙ্গবাবুর এহেন কাজকে সাধুবাদ জানান ওয়ার্ডের সাধারণ মানুষ। গৌরাঙ্গ বাবু জানান, “এই এলাকার মানুষদের অভিযোগ আসছিল সাপের অত্যাচারে রাস্তাঘাটে চলাফেরা দায় হয়ে গেছে। বর্ষাকালে জঙ্গলে ভরে যাওয়ায় এলাকায় একদিকে যেমন সাপের আতঙ্ক অন্যদিকে মশার উপদ্রব বেড়ে গিয়েছে। তাই ওয়ার্ড পরিষ্কার করা যেহেতু আমার দায়িত্বের মধ্যে পড়ে তাই নিজেই বেরিয়ে পড়েছি এই ওয়ার্ড পরিষ্কারের কাজে।”
পিয়া গুপ্তা





