Migrant Worker Death: পেটের দায়ে ভিনরাজ্যে কাজে গিয়ে বাংলার পরিযায়ী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যু! সন্দেহের নিশানায় ঠিকাদার সংস্থার মালিক
- Published by:Aishwarya Purkait
- local18
Last Updated:
North Dinajpur Migrant Worker Death: ভিন রাজ্যে কাজে গিয়ে ডালখোলার পরিযায়ী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে রহস্য দানা বাঁধতে শুরু করেছে। মৃত শ্রমিকের পরিবারের অভিযোগের আঙুল ঠিকাদার সংস্থার মালিকের বিরুদ্ধে।
ডালখোলা, উত্তর দিনাজপুর, চঞ্চল মোদক: ভিনরাজ্যে কাজে গিয়ে এক পরিযায়ী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে রহস্য দানা বাঁধতে শুরু করেছে। মৃত শ্রমিকের পরিবারের অভিযোগের আঙুল ঠিকাদার সংস্থার মালিকের বিরুদ্ধে। মৃত পরিযায়ী শ্রমিকের নাম সামসাদ আলম। বাড়ি উত্তর দিনাজপুর জেলার ডালখোলা থানার সূর্যাপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের কোনাল গ্রামে।
পরিবার সূত্রে জানা গিয়েছে, পেটের তাগিদে প্রায় ৬ মাস আগে কেরলে কাজে যান সামসাদ আলম নামে ওই শ্রমিক। এরপর বিহারের পূর্ণিয়া জেলার গঙ্গাঘর এলাকার বাসিন্দা সিকান্দার আলী নামে এক ঠিকাদার সামসাদকে ৩ মাস আগে পুনেতে বিল্ডিংয়ের কাজে ডেকে নেন।
আরও পড়ুনঃ নিউ ইয়ার উদযাপনে মদের আসরে রক্তারক্তি কাণ্ড! ইট দিয়ে থেঁতলে বন্ধুকে খু*ন, ব্যারাকপুরে চাঞ্চল্য
অভিযোগ, ওই ঠিকাদার তিন মাস কাজ করানোর পর টাকা না দেওয়ায় নতুন বছরের ১ জানুয়ারিতে টাকা নিয়ে তুমুল ঝামেলা সৃষ্টি হয় দুজনের মধ্যে। ওইদিন দুপুরেই পরিবারের লোকজনের কাছে খবর আসে, তাদের ছেলে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। যদিও পরিবারের দাবি, তাদের ছেলেকে খুন করে ঝুলিয়ে দিয়ে আত্মহত্যা নাম দেওয়া হয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ শীতের সন্ধ্যায় স্বাদের মহোৎসব! বাঁকুড়ায় জমে উঠেছে খাদ্য মেলা, হাঁসের মাংস থেকে পিঠেপুলি জিভে জল আনা সব খাবার
গোটা ঘটনার সঠিক তদন্ত করে দোষীদের শাস্তির দাবি তুলেছেন নিহত শ্রমিকের পরিবারের সদস্যরা। শনিবার দুপুরে মৃত শ্রমিকের দেহ বাড়িতে পোঁছাতেই কান্নায় ভেঙে পরে পরিবারের সদস্যরা। গোটা ঘটনায় শোকের ছায়া কোনাল গ্রাম জুড়ে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Uttar Dinajpur,West Bengal
First Published :
Jan 03, 2026 6:45 PM IST










