Space science: ইসরোর ‘স্পেস অন হুইলস’ ইসলামপুরে! মহাকাশের হাতছানি স্কুল চত্বরে
- Reported by:Ricktik Bhattacharjee
- local18
- Published by:Ratnadeep Ray
Last Updated:
মহাকাশ গবেষণার রহস্য আর সম্ভাবনাকে ছাত্রছাত্রীদের আরও কাছাকাছি পৌঁছে দিতে ইসলামপুরে এল ইসরোর অভিনব উদ্যোগ। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ISRO)-র প্রকল্প ‘Space on Wheels’–এর ভ্রাম্যমান প্রদর্শনী গাড়ি এসে পৌঁছাল ইসলামপুরের ক্ষুদিরামপল্লী সুকান্ত স্মৃতি বিদ্যাপীঠে।
advertisement
1/5

উত্তর দিনাজপুর, ঋত্বিক ভট্টাচার্য : মহাকাশ গবেষণার রহস্য আর সম্ভাবনাকে ছাত্রছাত্রীদের আরও কাছাকাছি পৌঁছে দিতে ইসলামপুরে এল ইসরোর অভিনব উদ্যোগ। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ISRO)-র প্রকল্প ‘Space on Wheels’–এর ভ্রাম্যমান প্রদর্শনী গাড়ি এসে পৌঁছাল ইসলামপুরের ক্ষুদিরামপল্লী সুকান্ত স্মৃতি বিদ্যাপীঠে। মহাকাশকে বইয়ের পাতার গণ্ডি ছাড়িয়ে বাস্তব অভিজ্ঞতায় রূপ দিতে এই উদ্যোগ যে কতটা কার্যকর, তা চোখে পড়ছে স্কুল চত্বরে পা রাখলেই।
advertisement
2/5
ইসরোর শিলং আঞ্চলিক কেন্দ্র থেকে আসা এই ভ্রাম্যমান প্রদর্শনীতে মহাকাশ গবেষণার নানা দিক তুলে ধরা হয়েছে অত্যন্ত আকর্ষণীয় ও সহজ ভাষায়। উপগ্রহ, রকেট, মহাকাশযান থেকে শুরু করে ভারতের বিভিন্ন মহাকাশ মিশনের তথ্য—সবই রয়েছে এই চলমান প্রদর্শনীতে। ছাত্রছাত্রীরা কাছ থেকে দেখে ও জেনে নিচ্ছে ভারতের মহাকাশ অভিযানের সাফল্যের গল্প।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
3/5
৬ ও ৭ জানুয়ারি—দু’দিন ধরে স্কুল প্রাঙ্গণে থাকবে এই ‘Space on Wheels’। নির্দিষ্ট সময়ে প্রদর্শনী ঘুরে দেখার সুযোগ পাচ্ছে পড়ুয়ারা। কৌতূহলী চোখে তারা প্রশ্ন করছে, জানছে, আর স্বপ্ন দেখছে ভবিষ্যতে বিজ্ঞানী বা মহাকাশ গবেষক হওয়ার।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
4/5
এই ভ্রাম্যমান প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামপুর কলেজের অধ্যক্ষ ডঃ চিত্তজিত সরকার, উত্তর বঙ্গ কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিজ্ঞানী ডঃ দেবদাস শেখর এবং বিজ্ঞান ভারতীর উত্তর বঙ্গ সম্পাদক কনক কান্তি বৈশ্য-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। তাঁদের বক্তব্যে উঠে আসে, কীভাবে বিজ্ঞানচর্চা ও মহাকাশ গবেষণার প্রতি আগ্রহ ছাত্রজীবন থেকেই গড়ে তোলা জরুরি।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
5/5
ইসরোর এই উদ্যোগ ছাত্রছাত্রীদের মনে বিজ্ঞানের প্রতি নতুন করে আগ্রহ জাগাচ্ছে বলেই মনে করছেন শিক্ষকরাও। ‘Space on Wheels’ যেন ইসলামপুরের স্কুল পড়ুয়াদের সামনে খুলে দিল অসীম মহাকাশের দরজা—যেখানে কৌতূহলই প্রথম ধাপ, আর স্বপ্নই ভবিষ্যতের চালিকাশক্তি।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য