শুভজিৎ সাহা জানান তাঁর মা পম্পা সাহা এদিন সেই অর্ডারের টাকা পেমেন্ট দিয়ে অর্ডারটি রিসিভ করেন। কিছুক্ষণ সময় পর সেই বাক্স বন্দি চার্জার লাইটের বাক্সে চার্জারের বদলে পাওয়া যায় কিছু পাথরের টুকরো। এই ঘটনায় রীতিমত তোলপাড় হয়ে যায় কালিয়াগঞ্জ। শুভজিৎ সাহার মা পম্পা সাহা জানান সপ্তাহ খানেক আগে তার বাড়ির জন্য একটি চার্জার লাইট অর্ডার করা হয়। সেই চার্জার লাইট এদিন রিসিভ করে বক্স খুলতেই তিনি একটি পাথরের টুকরো পান। পম্পা দেবী বলেন সেই পাথরের টুকরো পাওয়া মাত্রই তিনি দৌড়ে ফ্লিপকার্ট ডেলিভারির বয়ের কাছে সে জিনিসটি দেখান। এবং আশেপাশের সবাইকে তার সঙ্গে হওয়া প্রতারণার কথা জানান।
advertisement
আরও পড়ুন: ‘আমায় ভোট দেবেন না’! প্রচারে গিয়ে এসব কী করছেন প্রার্থী! কারণ চমকে দেবে
সঙ্গে সঙ্গেই সেই ডেলিভারি বয় সেই জিনিসটি ফেরত নিয়ে নেন এবং তাদের করা অর্ডারটি ক্যানসেল করে ৭২ ঘণ্টার মধ্যে টাকা ফেরত দেওয়ার আশ্বাস তাদের দেন। যদিও বা সকলের চাপে বেশ কিছু সময় পরেই হোম ডেলিভারি বয় সেই টাকা ফেরত দিয়ে দেন।এই ঘটনা রীতি মতো তোলপাড় হয়ে গিয়েছে কালিয়াগঞ্জ শহর।উল্লেখ্য অনলাইন ডেলিভারির যুগে সবই বাড়িতে বসে পাওয়া যায়। যা খুশি অনলাইনে অর্ডার করলেই হল। বাড়িতে পণ্য পৌঁছে যায় আজকাল। কিন্তু অনেক সময় গ্রাহকদের নানারকম সমস্যাতেও পড়তে হয়। কিছুদিন আগেই ২০১৯-র অর্ডার হাতে পেলেন ২০২৩-এ ধরনের ঘটনাও সামনে এসেছিল।আপনি অর্ডার করলেন এক জিনিস, আর বাড়িতে এল অন্য কিছু! এর আগেও বহুবার দেখা গিয়েছে এই ধরনের ঘটনা।এই ধরনের ঘটনায় অনলাইন শপিং নিয়ে আরও একবার প্রশ্ন উঠে গেল।
পিয়া গুপ্ত