দেবী সরস্বতীর আরাধনা হয় মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে। তবে শীতের শেষ পরশের আমেজ মেখে বসন্তকে আবাহন করা এই দিনটিতে এবার পশ্চিমী ভ্যালেন্টাইন্স-ডেও পড়েছে। তাই অনেকেই এদিন নিজের প্রিয় মানুষটিকে কিছু উপহার তুলে দিতে পছন্দ করেন।
আর এই উপহারের তালিকায় যদি থাকে পছন্দের মানুষের নাম খোদাই করা টেরাকোটার বই সঙ্গে দোয়াত কলম তাহলে তো কোন কথাই নেই। ভ্যালেন্টান্স ডের জন্য মাটির টেরাকোটার বই তৈরি করেছেন উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের টেরাকোটার গ্রাম বলে পরিচিত হাট পাড়ার টেরাকোটা শিল্পীরা।
advertisement
আরও পড়ুন: মশাবাহিত ‘এই’ রোগে আক্রান্তের সংখ্যা প্রায় ১০০! সংক্রমণ রুখতে বড় পদক্ষেপ স্বাস্থ্য দফতরের
এই গ্রামের টেরাকোটা শিল্পী দুলাল চন্দ্র রায়-সহ কয়েকজন কে দেখা গিয়েছে মাটির টেরাকোটার বই তৈরি করতে। শুধু তাই নয় বই এর সঙ্গে থাকছে সাবেকি আমলের কলম ও দোয়াত। যেটা তারা তৈরি করছেন একেবারে নিখুঁত ভাবে। আর দোয়াত-সহ প্রিয়জনের নাম খোদাই করা এই বইয়ের মূল্য মাত্র ৫০০ টাকা।
পিয়া গুপ্তা