Valentine Day: ভালবাসার সপ্তাহে সঙ্গীর জন্য আলাদা করে কিনতে হবে না ফুল! নিয়ে যান এই রেস্তোরাঁয়, খাবারের সঙ্গেই থাকবে গোলাপ
- Reported by:SUROJIT DEY
- hyperlocal
- Published by:Sayani Rana
Last Updated:
Valentine Week: দু'দিন বাদেই সরস্বতী পুজো, একই দিনেই আবার ভ্যালেন্টাইন্স ডে। ভাবছেন সঙ্গীকে নিয়ে কীভাবে প্ল্যান করবেন দিনটা? লাঞ্চ বা ডিনারটা কোথায় সারা যায় খানিক স্পেশাল ভাবে? তা হলে এই প্রতিবেদন আপনাকে দেবে সেই খোঁজ।
জলপাইগুড়ি: ভালবাসার সপ্তাহে আকাশ বাতাস জুড়ে শুধুই ভালবাসার আমেজ। দু’দিন বাদেই সরস্বতী পুজো, একই দিনেই আবার ভ্যালেন্টাইন্স ডে। ভাবছেন সঙ্গীকে নিয়ে কীভাবে প্ল্যান করবেন দিনটা? লাঞ্চ বা ডিনারটা কোথায় সারা যায় খানিক স্পেশাল ভাবে? তা হলে এই প্রতিবেদন আপনাকে দেবে সেই খোঁজ।
প্রেমিক-প্রেমিকাদের এবার সোনায় সোহাগা। বাসন্তী রঙের শাড়ি আর পাঞ্জাবী পড়ে পাশাপাশি দাঁড়িয়ে অঞ্জলি দেওয়ার মজাটাই আলাদা। বাঙালির প্রথম প্রেমের স্বাদ পাওয়া কিন্তু এই সরস্বতী পুজোতেই! তবে এবছর যেহেতু ভ্যালেন্টাইন ডে একই দিনে পড়েছে তাই এবছর জলপাইগুড়ি শহরের রেস্টুরেন্ট গুলিও সেজে উঠেছে ভালবাসার সপ্তাহ সেলিব্রেট করতে।

advertisement
advertisement
আরও পড়ুন: মশাবাহিত ‘এই’ রোগে আক্রান্তের সংখ্যা প্রায় ১০০! সংক্রমণ রুখতে বড় পদক্ষেপ স্বাস্থ্য দফতরের
কোথাও ক্যান্ডেল লাইট ডিনারের সুব্যবস্থা তো কোথাও স্পেশাল মেনু।রেস্টুরেন্ট গুলোতে ঢুকলেই চোখে পড়ছে স্পেশাল মেনু কার্ড, কম্বো অফারের ছড়াছড়ি। তবে সঙ্গীকে স্পেশাল ফিল করাতে ‘ঠাকুমার ঝুলি’তে রয়েছে যুগলদের জন্য বিশেষ ব্যবস্থা। সরস্বতী পুজোর কথা মাথায় রেখে মেনুতে রয়েছে খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা। রয়েছে অন্যান্য খাবারের সম্ভারের পাশাপাশি খাবারের সঙ্গে ভালবাসার মানুষের জন্য মিলবে লাল গোলাপও। শহরও সেজে উঠেছে ভালবাসার ছোঁয়ায়।
advertisement
সুরজিৎ দে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 12, 2024 5:05 PM IST







