Valentine Day: ভালবাসার সপ্তাহে সঙ্গীর জন্য আলাদা করে কিনতে হবে না ফুল! নিয়ে যান এই রেস্তোরাঁয়, খাবারের সঙ্গেই থাকবে গোলাপ

Last Updated:

Valentine Week: দু'দিন বাদেই সরস্বতী পুজো, একই দিনেই আবার ভ্যালেন্টাইন্স ডে। ভাবছেন সঙ্গীকে নিয়ে কীভাবে প্ল্যান করবেন দিনটা? লাঞ্চ বা ডিনারটা কোথায় সারা যায় খানিক স্পেশাল ভাবে? তা হলে এই প্রতিবেদন আপনাকে দেবে সেই খোঁজ।

+
title=

জলপাইগুড়ি: ভালবাসার সপ্তাহে আকাশ বাতাস জুড়ে শুধুই ভালবাসার আমেজ। দু’দিন বাদেই সরস্বতী পুজো, একই দিনেই আবার ভ্যালেন্টাইন্স ডে। ভাবছেন সঙ্গীকে নিয়ে কীভাবে প্ল্যান করবেন দিনটা? লাঞ্চ বা ডিনারটা কোথায় সারা যায় খানিক স্পেশাল ভাবে? তা হলে এই প্রতিবেদন আপনাকে দেবে সেই খোঁজ।
প্রেমিক-প্রেমিকাদের এবার সোনায় সোহাগা। বাসন্তী রঙের শাড়ি আর পাঞ্জাবী পড়ে পাশাপাশি দাঁড়িয়ে অঞ্জলি দেওয়ার মজাটাই আলাদা।  বাঙালির প্রথম প্রেমের স্বাদ পাওয়া কিন্তু এই সরস্বতী পুজোতেই! তবে এবছর যেহেতু ভ্যালেন্টাইন ডে একই দিনে পড়েছে তাই এবছর জলপাইগুড়ি শহরের রেস্টুরেন্ট গুলিও সেজে উঠেছে ভালবাসার সপ্তাহ সেলিব্রেট করতে।
advertisement
advertisement
কোথাও ক্যান্ডেল লাইট ডিনারের সুব্যবস্থা তো কোথাও স্পেশাল মেনু।রেস্টুরেন্ট গুলোতে ঢুকলেই চোখে পড়ছে স্পেশাল মেনু কার্ড, কম্বো অফারের ছড়াছড়ি। তবে সঙ্গীকে স্পেশাল ফিল করাতে ‘ঠাকুমার ঝুলি’তে রয়েছে যুগলদের জন্য বিশেষ ব্যবস্থা। সরস্বতী পুজোর কথা মাথায় রেখে মেনুতে রয়েছে খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা। রয়েছে অন্যান্য খাবারের সম্ভারের পাশাপাশি খাবারের সঙ্গে ভালবাসার মানুষের জন্য মিলবে লাল গোলাপও। শহরও সেজে উঠেছে ভালবাসার ছোঁয়ায়।
advertisement
সুরজিৎ দে
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Valentine Day: ভালবাসার সপ্তাহে সঙ্গীর জন্য আলাদা করে কিনতে হবে না ফুল! নিয়ে যান এই রেস্তোরাঁয়, খাবারের সঙ্গেই থাকবে গোলাপ
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement