আরও পড়ুন: নাতিকে বকাঝকা করছিলেন…হঠাৎ সব চুপ! হাসপাতালে ভর্তি মা, বলতে গিয়ে গলা ধরে এল সুদীপার
কালিয়াগঞ্জ রশিদপুরে অবস্থিত রাজীব ঘোষের মিষ্টির দোকানে এবছর স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধান আকর্ষণ হল তেরঙ্গা মিষ্টি। এই তেরঙ্গা মিষ্টি কিনতে ইতিমধ্যেই এই দোকানে ভিড় জমাচ্ছে সাধারণ মানুষ। ১০ টাকা ২০ টাকা দামের তেরঙ্গা বিভিন্ন ধরনের সন্দেশ মিষ্টি ও ক্ষীরের মিষ্টি এবছর স্বাধীনতা দিবসের বিশেষ আকর্ষণ ‘ঘোষ সুইটস’-এ।
advertisement
রাত পোহালেই স্বাধীনতা দিবস। প্রতি বছর দেশের সর্বত্র এই দিনটি পালিত হয় বিশেষ ভাবে। পতাকা উত্তোলন তো আছেই, এর সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠান, মিষ্টি বিতরণ, দরিদ্রদের পোশাক বিতরণ-সহ নানা অনুষ্ঠান পালিত হয়। এই বিশেষ দিনে সর্বত্র ছুটি থাকায় অনেকের বাড়িতেই ঘটে অতিথি সমাগম। এবার অতিথি আপ্যায়নে মিষ্টিতেও থাক স্বাধীনতার ছোঁয়া।
advertisement
পিয়া গুপ্তা
Location :
Kolkata,West Bengal
First Published :
August 14, 2023 7:32 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর দিনাজপুর/
North Dinajpur News: তেরঙ্গা মিষ্টি এবার বাজার কাঁপাচ্ছে! স্বাধীনতা দিবসের আগে ভিড় রাজীবের দোকানে