জানা গিয়েছে রাত প্রায় ২ টার সময় টিটুল পূর্বে নামে এক কাপড় ব্যবসায়ীর দোকানে আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসেন দোকান মালিক। আগুন নেভানোর কাজে হাত লাগান স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় চোপড়া থানার পুলিশ ও ইসলামপুর দমকল বাহিনীকে। দোকান মালিক টিটুল পূর্বের অভিযোগ কেউ বা কারা তার দোকানে ষড়যন্ত্র করে আগুন লাগিয়ে দিয়েছে। শর্ট সার্কিট বা অন্য কোনো কারনে আগুন লাগেনি বলে তার দাবি ।
advertisement
আরও পড়ুন: পলি হাউজের ভিতরে ক্যাপসিকাম চাষ করে কৃষকদের স্বনির্ভর হওয়ার পথ দেখাচ্ছেন দুই ব্যবসায়ী
স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসার পর ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ইঞ্জিন।ততক্ষনে সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে যায় বলে জানিয়েছেন দোকান মালিক। ঘটনায় কয়েক লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। ষড়যন্ত্র করে দোকানে আগুন লাগানো হয়েছে বলে অভিযোগ করেন স্থানীয় ব্যবসায়ীরাও। এই ঘটনার প্রতিবাদে আজ হাপ্তিয়া গছ বাজারের দোকান পাট বন্ধ রেখে প্রতিবাদে শামিল হয়েছে ব্যবসায়ীরা। পুলিশ সঠিক ব্যবস্থা গ্রহণ না করলে রাস্তা অবরোধের হুঁশিয়ার দিয়েছেন তাঁরা।
চঞ্চল মোদক