Siliguri News: পলি হাউজের ভিতরে ক্যাপসিকাম চাষ করে কৃষকদের স্বনির্ভর হওয়ার পথ দেখাচ্ছেন দুই ব্যবসায়ী
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
চাষের ক্ষেত্রে অবলম্বন করা হয়েছে অত্যাধুনিক প্রযুক্তি এবং আধুনিক কৃষি পদ্ধতিকে।
শিলিগুড়ি : করোনা পরিস্থিতি পাল্টে দিয়েছে বহু মানুষের জীবন জীবিকার পথ। দুবেলা দু'মুঠো অন্য জোগাতে অনেকেই পাল্টেছে তাদের পেশাগত জার্সি। তেমনি শিলিগুড়ির সেবক রোডের দুই ব্যবসায়ী অনিল কুমার আগারওয়াল ও প্রদীপ সিংহাল । তারা করোনাকালে পাল্টেছেন নিজেদের ব্যবসায়ী চিন্তাধারাকে। আধুনিক পদ্ধতিতে কৃষিকাজে মনোনিবেশ করেছেন এই দুই ব্যাক্তি। পলি হাউসে আধুনিক পদ্ধতিতে ক্যাপসিকাম চাষ করে অনেক কৃষককে নতুন আয়ের পথ খুঁজে দিচ্ছেন তারা।
জানা গিয়েছে, শিলিগুড়ি মহাকুমার ফাঁসিদেওয়া ব্লকের অন্তর্গত রাধাজোত এলাকায় বেশ কয়েকবছর আগে তারা রিয়েল স্টেট এর ব্যবসার জন্য নেওয়া ১৫ একর জমি ক্রয় করেন। তবে বর্তমানে সেখানে তারা জৈব পদ্ধতিতে কৃষিকাজ শুরু করেছেন। বর্তমানে সেখানে ১ একর জমিতে পলি হাউস তৈরি করে চাষ করা হচ্ছে বিভিন্ন প্রজাতির ক্যাপসিকাম। তবে এই চাষের ক্ষেত্রে অবলম্বন করা হয়েছে অত্যাধুনিক প্রযুক্তি এবং আধুনিক কৃষি পদ্ধতিকে। সম্পূর্ণ স্বয়ংক্রিয় তাপমান নিয়ন্ত্রিত পলি হাউজের ভেতরে সাবস্ট্রেট ব্যবহার করে তার ভেতরে কোকোপিট দিয়ে চাষ করা হচ্ছে ক্যাপসিকাম।
advertisement
advertisement
পলি হাউজের ভেতরে প্রায় ৯ হাজার চারা গাছ লাগানো হয়েছে। নেদারল্যান্ড থেকে বীজ এনে আপাতত দুই প্রজাতির ক্যাপসিকাম এখানে চাষ করা হচ্ছে। আগামী কয়েক মাসের মধ্যে সেখানে আরো তিন প্রজাতির ক্যাপসিকাম চাষ করার উদ্যোগ নিয়েছে তারা। জানা গিয়েছে প্রায় এক বছর আগে থেকেই তারা এই চাষ শুরু করে । ইতিমধ্যে প্রতিটি কাছে ফলন শুরু হয়ে গিয়েছে। প্রতিটি গাছে ৮ থেকে ১০ টি ক্যাপসিকামের ফলন হয়েছে। এই পলি হাউসের ভেতরে গাছে জল থেকে সার দেওয়া। কিংবা পলি হাউজের ভিতরে কতটা তাপমাত্রার প্রয়োজন রয়েছে তার সমস্ত কিছুই সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রিত হচ্ছে।
advertisement
যদি পলি হাউসের ভেতরে তাপমাত্রা অত্যাধিক বেড়ে যায় সে ক্ষেত্রে তার ভেতরে থাকা ফ্যান ও অন্যান্য মেশিন নিজে থেকেই চালু হয়ে যায়।ধীরে ধীরে স্বয়ংক্রিয় ভাবে তাপমাত্রা নিয়ন্ত্রণে আনার কাজ করে। এছাড়াও এখানে চাষের কাজের জন্য মোট ১৭ জন কর্মী রয়েছে। যার মধ্যে ৬ জন গ্রামের মহিলাও এখানে কাজ করছে। অমিত কুমার আগারওয়াল বলেন, যেভাবে দিনের পর দিন কৃষি জমিতে বড় বড় বিল্ডিং তৈরি হচ্ছে তাতে কৃষিকাজ হারিয়ে যাচ্ছে। তাই কৃষিকাজ ও কৃষকদের স্বনির্ভর করতেই এই চাষ শুরু করেছি। দেশের কৃষক ও কৃষি বাঁচাতে হবে ও তাদের নতুন পদ্ধতি শিখিয়ে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে হবে।
advertisement
অনির্বাণ রায়
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 13, 2023 3:06 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Siliguri News: পলি হাউজের ভিতরে ক্যাপসিকাম চাষ করে কৃষকদের স্বনির্ভর হওয়ার পথ দেখাচ্ছেন দুই ব্যবসায়ী