TRENDING:

Tasty Chop: মাত্র পাঁচ টাকায় হেলেঞ্চা পাতার চপ, উপচে পড়ছে ভিড় ক্রেতাদের

Last Updated:

Tasty Chop: মনোজ কুমার সাহা জানান এই হেলেঞ্চা পাতার পাকোড়া বানাতে হেলেঞ্চা শাক  ছাড়াও লাগে ময়দা, চালের গুঁড়ো,  আদা বাটা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো ও লঙ্কার গুঁড়ো ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কালিয়াগঞ্জ: দুপুরের লাঞ্চ যতই ভারী হোক না কেন বিকেল বা সন্ধ্যে চা কফির সঙ্গে কিছু একটা মুচমুচে পদ থাকলে দারুন হয়, তাই না,!পকোড়া খেতে কমবেশি সকলেই পছন্দ করে, সে ভেজ পকোড়া হোক কিংবা ননভেজ পকোড়া। বিকেলে কাজের ফাঁকে কিংবা পরিবার ও বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে দিতে এক কাপ চা আর পাকোড়া খেতে কিন্তু মন্দ লাগে না। আড্ডাটাও বেশ জমে ওঠে। কিন্তু জীবনে ভেজ বা ননভেজ পকোড়া তো দেদার খেয়েছেন। কিন্তু কখন কি হেলেঞ্চা পাতার পাকোড়া খেয়েছেন।
advertisement

উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে এই পাকোড়া বানিয়ে সাড়া ফেলেছেন পাকোড়া বিক্রেতা মনোজ কুমার সাহা। এই হেলেঞ্চা পাতাস্বাস্থ্যগুণে ভরপুর ও মুখরোচক। মনোজ কুমার সাহা জানান এই হেলেঞ্চা পাতার পাকোড়া বানাতে হেলেঞ্চা শাক ছাড়াও লাগে ময়দা, চালের গুঁড়ো, আদা বাটা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো ও লঙ্কার গুঁড়ো ।

আরও পড়ুন –  WTC Final: আগুনের গতিতে বল লাগল লাবুশেনের আঙুলে, স্লেজিংয়েও ঝাঁঝ দিচ্ছেন সিরাজ

advertisement

এই শাকের বহু উপকারিতা নিয়মিত খেলে রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ ও বাড়ে। পাশাপাশি কোষ্ঠকাঠিন্য, হাঁপানি, ডায়রিয়া ও স্নায়ু রোগের ভেষজ চিকিৎসায় হেলেঞ্চা পাতার জুড়ি মেলা ভার। এই হেলেঞ্চা পাতার পকোড়া মনোজ বাবু মাত্র পাঁচ টাকায় বিক্রি করছেন।

View More

আরও দেখুন

টেস্টি ও মুখরোচক এই হেলেঞ্চা পাতার পকোড়া খেতে বহু মানুষ এখন মনোজ বাবুর দোকানে সন্ধ্যে হতে না হতেই ভিড় জমাচ্ছেন।মনোজ বাবু বলেন এই হেলেঞ্চা পাতা এই গরমে ভীষণ উপকারি এই পাতা খেলে রক্তে হিমোগ্লোবিনও বাড়ে তাই স্বাস্থ্য গুনে ভরপুর এই হেলেঞ্চা পাতা তিনি বিক্রি করছেন আজ বেশ কিছু বছর ধরে। মনোজ বাবু বলেন তার দোকানের হেলেঞ্চা পাতার পকোড়া আর কোনো দোকানেই পাওয়া যায় না। মনোজ সাহা বলেন স্বাস্থ্য গুনে ভরপুর এই হেলেঞ্চা পাতা তিনি বিভিন্ন গ্রামগঞ্জ থেকে সংগ্রহ করে আনেন। হেলেঞ্চা পাতার পাকোড়া টেস্ট করতে আসা এক ক্রেতা জানান এই হেলেঞ্চা পাতার পাকোড়ার অসাধারণ টেস্ট। মুচমুচে টেস্টটি এই হেলেঞ্চা পাতার পাকোড়া একবার খেয়েই বারবার দোকানে আসছেন ক্রেতারা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

Piya Gupta

বাংলা খবর/ খবর/উত্তর দিনাজপুর/
Tasty Chop: মাত্র পাঁচ টাকায় হেলেঞ্চা পাতার চপ, উপচে পড়ছে ভিড় ক্রেতাদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল