উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের দিলালপুরে কৃষকদের মধ্যে এমনই সচেতনতার বার্তা দিল ভারত সরকারের উদ্যোগে উত্তর দিনাজপুর জেলা কৃষিবিজ্ঞান কেন্দ্র। কৃষিবিজ্ঞান কেন্দ্রের কৃষি বিজ্ঞানী ধনঞ্জয় মন্ডল জানালেন রাসায়নিক সার প্রয়োগের ফলে একদিকে যেমন ফসলের ক্ষতি হচ্ছে তেমনি গুণগত মান ফসলের নষ্ট হচ্ছে তার পাশাপাশি কৃষকরা মুনাফাও পাচ্ছেন না তেমনভাবে।
advertisement
আগামী দিনে যদি কৃষকরা রাসায়নিক সার বাদ না দেন তাহলে তাদের সামনে সমূহ বিপদ অপেক্ষা করছে। তাই অবিলম্বে রাসায়নিক সারের পরিবর্তে গোমূত্র দিয়ে তৈরি করা জৈব সার ব্যবহার করে কৃষকদের কৃষিকাজ করতে হবে। আজকের এই সচেতনতা শিবিরে কৃষকদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়। প্রত্যেকেই বলেন এই ধরনের প্রশিক্ষণ তারা প্রথম পেলেন এবং আগামী দিনে তারা এই প্রশিক্ষণ থেকে যেভাবে পরামর্শ পেলেন সেই ভাবেই তারা অক্ষরে অক্ষরে পালন করবেন।
আরও পড়ুন: এবার সারা বছর করতে পারবেন গাঁদা ফুল চাষ! তিন বন্ধু মিলে আলোড়ন ছড়াল কৃষিক্ষেত্রে
উল্লেখ্য ভারত সরকার আগামী ২০২৪ সালের মধ্যে গ্রামেগঞ্জে ফসলের মান কে আরও আধুনিকীকরণ করার জন্য চাষীদেরকে পরামর্শ দিচ্ছে রাসায়নিক সারের বদলে প্রাকৃতিক উপায়ে তৈরি জৈব সার দিয়ে যাতে তারা চাষবাস করে। এর মধ্যে রয়েছে গরুর মূত্র দিয়ে প্রাকৃতিক উপায়ে জৈব সার। তাই বিভিন্ন জেলায় শুরু হয়েছে প্রাকৃতিক উপায় জৈব সার তৈরির প্রশিক্ষণ। এমনই একটি প্রশিক্ষণ শিবির হল কালিয়াগঞ্জের দিলালপুরে যেখানে চাষীদের ব্যাপক উৎসাহ দেখা যায় এই প্রশিক্ষণ নিতে। এখানে উপস্থিত ছিলেন একদিকে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি বিশেষজ্ঞ ধনঞ্জয় মন্ডল তেমনি উপস্থিত ছিলেন এলাকার চাষীরা।
পিয়া গুপ্তা





