Business Ideas: এবার সারা বছর করতে পারবেন গাঁদা ফুল চাষ! তিন বন্ধু মিলে আলোড়ন ছড়াল কৃষিক্ষেত্রে
- Published by:Salmali Das
- hyperlocal
- Reported by:PIYA GUPTA
Last Updated:
কালিয়াগঞ্জ এর মহাদেবপুরের বাসিন্দা পেশায় চাষি অন্ধারু রায়, কান্তি কুমার রায় ও মিলন রায় শহরের বুকে দেড় কাঠা জমিতে তারা একসঙ্গে শুরু করেছেন গাঁদা ফুল চাষ।
কালিয়াগঞ্জ: উত্তর দিনাজপুর জেলা মূলত কৃষি প্রধান এলাকা। ধান ,পাট,গম ও সর্ষে চাষ করে থাকেন এখানকার কৃষকরা। কিন্তু চাষের ক্ষেত্রে বিভিন্ন আনুষাঙ্গিক দাম বৃদ্ধি পাওয়ায় অনেক চাষি এখন ধান, পাট, গম ও সর্ষে চাষের বদলে ফুল চাষের দিকে ঝুঁকছেন। এতদিন দেখা যেত গ্রামে শুধুমাত্র গাঁদা ফুলের চাষ করছেন চাষিরা। কিন্তু এবার ফুল চাষের প্রবণতা এতটাই বৃদ্ধি পেয়েছে যে শহরের বুকে অল্প জমিতেই এখন গাঁদা ফুলের চাষ হচ্ছে বারো মাস ধরে।
এমনটাই দেখা গেল উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের মহাদেবপুরে। যেখানে তিন বন্ধু মিলে শহরের বুকে শুরু করেছেন গাঁদা ফুল চাষ । কালিয়াগঞ্জ এর মহাদেবপুরের বাসিন্দা পেশায় চাষি অন্ধারু রায়, কান্তি কুমার রায় ও মিলন রায় শহরের বুকে দেড় কাঠা জমিতে তাঁরা একসঙ্গে শুরু করেছেন গাঁদা ফুল চাষ । গাঁদা ফুল চাষ করেই লাভবান হচ্ছেন এই তিনবন্ধু। গাঁদা প্রধানত শীতকালীন ফুল হিসেবে পরিচিত হলেও বর্তমানে সারা বছরই এই ফুলের চাহিদা থাকে। তাই এখন প্রতিটি ঋতুতেই গাঁদা ফুল চাষ করে চলছেন চাষিরা।
advertisement
advertisement
গাঁদা ফুল চাষ করে বর্তমানে ভালই মুনাফা অর্জন করছেন এই চাষিরা। তাঁদের উৎপাদিত ফুল কালিয়াগঞ্জ এর বিভিন্ন বাজারে বিক্রি হচ্ছে তো বটেই, সেইসঙ্গে উত্তর দিনাজপুর ছাড়িয়ে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে রপ্তানি করা হচ্ছে। যার ফলে আয়ের পরিমাণ বাড়ছে যথেষ্ট। গাঁদা ফুলে লাভের পরিমাণ বেশি হওয়ায় চাষের প্রতি যথেষ্ট উৎসাহও লক্ষ্য করা যাচ্ছে ফুল চাষিদের মধ্যে।
advertisement
চাষি কান্তি কুমার রায় বলেন ‘এবছর খুব ভাল গাঁদা ফুল চাষ হয়েছে। আমরা সারা বছর ফুল চাষ করে থাকি। ফসল চাষের চেয়েও গাঁদা ফুলের চাষে বর্তমানে অনেক বেশি লাভের মুখ দেখতে পাচ্ছি। ফুল চাষ করে আয় বেড়েছে আমাদের।’ অন্য এক চাষি অন্ধারু রায় বলেন ‘বর্তমানে সারা বছর ধরেই গাঁদা ফুলের চাহিদা অনেকটা বেড়েছে। বিভিন্ন উৎসব অনুষ্ঠানে, বিয়েবাড়ি বা শ্রাদ্ধবাড়িতে, পুজো পার্বণে এবং গৃহসজ্জার কাজেও গাঁদা ফুল সাধারণ মানুষের কাছে অত্যন্ত প্রয়োজনীয় ফুল হয়ে দাঁড়িয়েছে। তাই বারো মাস ধরেই এই ফুল চাষ করছি আমরা।’
advertisement
পিয়া গুপ্তা
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 03, 2023 9:06 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Business Ideas: এবার সারা বছর করতে পারবেন গাঁদা ফুল চাষ! তিন বন্ধু মিলে আলোড়ন ছড়াল কৃষিক্ষেত্রে