স্ট্রবেরি চাষ করে লাখপতি চাষি

স্ট্রবেরি চাষ করে এখন স্বনির্ভর হচ্ছেন গ্রাম বাংলার বহু মানুষ

স্ট্রবেরি চাষ করে লক্ষ লক্ষ টাকা উপার্জন করছেন উত্তর দিনাজপুর জেলার এক চাষি 

উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের মনোহরপুর গ্রামের বাসিন্দা ওবেন দেব শর্মা এখন স্ট্রবেরি চাষ করছে তার নিজের জমিতে

আজ তার জমিতে হাজার হাজার ফলেছে স্ট্রবেরি। যার ফলে বর্তমানে তিনি স্বনির্ভর হয়ে উঠছেন এই কাজ করে।

কালিয়াগঞ্জ ব্লকের আত্মা প্রক্লপের সহায়তায় ধনকোল গ্রাম পঞ্চায়েতের মনোহরপুর গ্রামের প্রতিষ্ঠিত চাষি অবেন দেবশর্মা

গত কার্তিক মাসে তার জমিতে ১২৫ টি স্ট্রবেরি গাছ লাগালে প্রতিটি গাছেই ফলন দেওয়া শুরু হয়েছে

ষ্ট্রবেরির প্রতি কেজি দাম কত করে প্রশ্ন করলে তিনি জানান ২০০টাকা করে প্রতি কেজি।

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন

ক্লিক করুন