প্রতিদিনের একঘেয়ে জীবনকে পিছনে ফেলে, নিজেকে সতেজ রাখতে এক দিনের ছুটিতে পিকনিক করতে চলে আসুন এই ধামজা ফরেস্টে।ভ্রমণ পিপাসু মানুষ যারা নিরিবিলি জঙ্গল পছন্দ করেন, তাদের জন্য ধামজা ফরেস্ট এক আদর্শ জায়গা। শহুরে কোলাহল জীবন থেকে এই শান্ত পরিবেশ যেন অন্য এক অনুভূতি দেয়।
আরও পড়ুন: কর্ম জীবন থেকে অবসর নিয়েছেন? আপনার জন্য রয়েছে সরকারি চাকরির বিরাট সুযোগ
advertisement
উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে বালুরঘাট রাজ্য সড়কের পাশে অবস্থিত এই ধামজা ফরেস্ট। এই ধামজা ফরেস্টের দু-পাশে সবুজ বনের মাঝে রয়েছে পিচ বাঁধানো রাস্তা, দুপাশে সারি সারি ঘন জঙ্গল। এছাড়াও এখানে রয়েছে শাল, সেগুন, মহুয়া-সহ একাধিক গাছ। গাছপালার ঠান্ডা বাতাস গায়ে মেখে সারাদিন ঘুরে বেড়ান প্রকৃতির কোলে।
আরও পড়ুন: এবার পাহাড় যাওয়া হবে আরও সহজ! দক্ষিণবঙ্গ পরিবহন সংস্থা শীতের শুরুতেই পর্যটকদের দিল দারুণ উপহার
প্রতি বছরই ডিসেম্বর থেকে গোটা জানুয়ারি মাস পর্যন্ত উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা থেকে বহু মানুষ আসেন এখানে পিকনিক করতে। উইকেন্ডে ছুটি কাটাতে কিংবা প্রেমিক প্রেমিকা একটু একান্তে সময় কাটাতে প্রায় দিনই বহু মানুষ আসেন এই ধামজা ফরেস্টে।বর্ষবরণের নতুন বছরকে উপভোগ করতে আত্মীয় পরিজনদের নিয়ে পিকনিক করার সেরা ঠিকানা এই ধামজা ফরেস্ট।
প্রতি বছর শিলিগুড়ি,দার্জিলিং,কলকাতা থেকেও বহু মানুষ আসেন এই ধামজা ফরেস্টে পিকনিক করতে। সারি সারি গাছে ভরা এই ধামজা ফরেস্ট প্রতিবারই পিকনিক প্রেমীদের একটি আকর্ষণীয় জায়গা হয়ে ওঠে।
পিয়া গুপ্তা